• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইফতার আয়োজনে রাখুন ‘বারবিকিউ স্পাইসি প্রন নুডুলস’

  লাইফস্টাইল ডেস্ক

২৭ মে ২০১৯, ১০:২৪
বারবিকিউ স্পাইসি প্রন নুডুলস
বারবিকিউ স্পাইসি প্রন নুডুলস; (ছবি- ইন্টারনেট)

যারা চিংড়ি খেতে ভালোবাসেন আবার নুডুলসও পছন্দ করেন, তাদের জন্য লোভনীয় একটি খাবার হচ্ছে বারবিকিউ স্পাইসি প্রন নুডুলস। স্মোকি ফ্লেভারের এই নুডুলস পছন্দ করবেন যে কেউ। ইফতার আয়োজনে রাখতে পারেন এ খাবারটি। চলুন জেনে নিই রেসিপি-

বারবিকিউ প্রন তৈরি-

চিংড়ি- ৫০০ গ্রাম (মাঝারি আকারের, মাথা লেজ ফেলে দেওয়া) টক দই- ২ টেবিল চামচ লেবুর রস- ১ টেবিল চামচ আদা বাটা- ১ চা চামচ টিক্কা বা তন্দুরী বা বারবিকিউ মসলা- ২ টেবিল চামচ মরিচ গুড়া- ২ চা চামচ বা ইচ্ছেমতো প্যাপরিকা পাউডার- ১ চা চামচ জিরা ও ধনে পাউডার- ১ চা চামচ করে লবণ- ১ চা চামচ তেল- ১/৪ কাপ কয়লা- ১ পিস

প্রনালি-

● তেল বাদে চিংড়ির সাথে বাকি সব উপাদান মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন।

● প্যানে তেল দিয়ে চিংড়ি দিন। মাঝারি আচে পানি টেনে শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

● বারবিকিউ ফ্লেভার এর জন্য একটি গরম কয়লা একটি বাটিতে নিয়ে, কয়লার উপর একটু ঘি ছিটিয়ে দিয়ে বাটিটি চিংড়ির প্যান এ দিয়ে ঢেকে দিতে হবে ২মিনিট।

নুডুলস তৈরি-

এগ নুডুলস বা স্প্যাগেটি- ৫০০ গ্রাম মিহি রসুনকুচি- ২ টেবিল চামচ তেল- ১/৪ কাপ মাখন- ১/৪ কাপ গাজর- ২ কাপ (চিকন ২ ইঞ্চি লম্বা করে কাটা) পেঁয়াজ- ১/২ কাপ ( কুচি করে কাটা) গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ চিকেন স্টক বা কিউব- ১পিস সয়া সস- ১ টেবিল চামচ টমেটো সস- ১/২ কাপ ভিনেগার- ১ টেবিল চামচ চিলিসস- ২ টেবিল চামচ মার্স্টাড পেসট- ১ চা চামচ বারবিকিউ সস- ২ টেবিল চামচ (না থাকলে বাদ দিন) কাচামরিচ- ১০ পিস (ফালি করে বিচি ফেলে দিন) চিনি- ১ চা চামচ

প্রণালি-

● গরম পানিতে নুডুলস, ১ টেবিলচামচ তেল, ১ টেবিলচামচ লবন দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে।৭-৮ মিনিট লাগবে। সিদ্ধ করা নুডূলস ঠান্ডা পানিতে চুবিয়ে আবার পানি ঝরিয়ে নিন। এতে ঝরঝরে থাকবে।

● একটি বাটিতে সব সস, ভিনেগার ও চিনি মিশিয়ে নিন।

● বড় ছড়ানো কড়াইতে উচ্চ তাপে তেল ও মাখন দিয়ে পেয়াজ, রসুন দিয়ে হাল্কা ভেজে চিকেন কিউব ও গাজর দিয়ে ২ মিনিট ভেজে নুডুলস দিয়ে মিশিয়ে নিন। সসের মিশ্রন ও চিংড়ি দিন।

● কাচামরিচ দিন। ভালো করে মিশিয়ে নিন। চুলা বন্ধ করুন।

● সব মিলিয়ে ৫ মিনিট কড়াইতে উচ্চ তাপে রান্না হবে। বড় ছড়ানো কড়াই ব্যবহার করুন। কেউ চাইলে চিংড়ির বদলে মুরগির মাংসও ব্যবহার করতে পারেন।

তবে কবে ইফতার আয়োজনে রাখছেন মজাদার এই খাবার?

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড