• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীতের পিঠা : ঝিনুক

  অধিকার ডেস্ক    ১২ ডিসেম্বর ২০১৮, ১৩:২৪

ঝিনুক পিঠা
ঝিনুক পিঠা (ছবি : ইন্টারনেট)

শীতকাল মানেই পিঠার সময়। নানারকম উপাদান সহজলভ্য হওয়ায় এ সময় নানা ধরনের পিঠা বানানো হয়ে থাকে। অনেক সময় পিঠা পছন্দ করলেও কেবল রেসিপি না জানা থাকার ফলে পিঠা বানানো হয় না। আজ চলুন জেনে নেওয়া যাক “ঝিনুক” পিঠার রেসিপি-

যা যা প্রয়োজন :

আটা বা ময়দা- ১ কাপ চিনি- আধা কাপ নারকেল কোড়ানো- ১ কাপ তেল- ভাজার জন্য এলাচ- ২/৩টি দারুচিনি- ৩ টুকরা নকশার জন্য তালপাখা- একটি

প্রণালি :

প্রথমে একটি পাত্রে পরিমাণমতো আটা বা ময়দা নিয়ে তাতে চিনি ও খুব অল্প পরিমাণ কোরানো নারিকেল দিয়ে পানি গরম করে সেদ্ধ করে নিন।

ঠান্ডা হলে ভালোভাবে হাত দিয়ে ময়ান করে ছোট ছোট লম্বা টুকরো করে রাখুন।

একটি তালপাখা ধুয়ে শুকিয়ে নিন। শুকানো হয়ে গেলে সেদ্ধ ময়দার লম্বা করা টুকরোগুলো তালপাখার গোড়ার চিকন দিকে দিয়ে হাত দিয়ে চাপ দিন। দেখবেন পিঠাগুলো দেখতে একদম ঝিনুকের মতো দেখাবে। (চাইলে চিরুনির সাহায্যেও ঝিনুক পিঠা বানানো যায়)

অন্য একটি পাত্রে চিনি, পানি ও এলাচ, দারুচিনি মিশিয়ে সিরা তৈরি করে নিন।

এবার একটি পাত্রে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিন।

হালকা বাদামি রঙে ভাজা হলে উঠিয়ে চিনির সিরায় চুবিয়ে রাখুন।

ব্যস, মিষ্টি কুড়মুড়ে ঝিনুক পিঠা তৈরি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড