• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝাল স্বাদে তৈরি করুন চিতই পিঠা

  লাইফস্টাইল ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২১, ১৭:২৫
ঝাল চিতই
ঝাল চিতই। (ছবি: সংগৃহীত)

খেজুরের রসে ভেজানো চিতই পিঠার স্বাদ তো মুখে লেগেই আছে। মিষ্টি স্বাদের বাইরেও কিন্তু চিতই পিঠা খাওয়া যায়। নোনতা স্বাদের চিতই নানা পদের ভর্তা দিয়ে খান অনেকে। এখন কিন্তু ঝাল চিতইও বেশ জনপ্রিয়। আজ তবে মিষ্টি স্বাদের নয়, ঝাল স্বাদের চিতই তৈরির রেসিপি জেনে নিন-

তৈরি করতে যা লাগবে

চালের গুঁড়া- ৪ কাপ

লবণ- স্বাদমতো

কুসুম গরম পানি- প্রয়োজনমতো

ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো

হলুদ- সামান্য

কাঁচামরিচ কুচি- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

চালের গুঁড়া, লবণ, হলুদ ও পানি মিশিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর এর সঙ্গে মেশান ধনিয়া পাতা ও কাঁচা মরিচ। গোলা খুব বেশি ঘন বা পাতলা যেন না হয়। এভাবে রেখে দিন ঘণ্টাখানেক। এরপর পিঠা তৈরির খোলা গরম করে তাতে পিঠাগুলো পরিমাপমতো গোলা দিয়ে পিঠা তৈরি করে নিন। কড়াইয়ে গোলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এতে পিঠা ভালোভাবে ফুলে উঠবে। এরপর খুন্তি দিয়ে তুলে নিন। পিঠা তোলার পর সামান্য তেল দিয়ে খোলা মুছে নিলে পিঠা ভালোভাবে উঠে আসে, পুড়ে লেগে যাওয়ার ভয় থাকে না।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড