• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মজাদার পালং চিকেনের রেসিপি

  লাইফস্টাইল ডেস্ক

২১ নভেম্বর ২০২১, ১৬:০২
পালং চিকেনের রেসিপি
পালং চিকেনের রেসিপি। (ছবি: সংগৃহীত)

শীত আসতেই বাজার ভরে উঠেছে বিভিন্ন ধরনের শাক-সবজি। মৌসুমি এসব শাক-সবজি এখন শরীরের জন্য খুবই দরকারি। শীতকালীন বিভিন্ন শাক-সবজির মধ্যে পালং শাক অন্যতম। এতে প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে। পালং শাক বিভিন্নভাবে রান্না করা যায়।

যে কোনো পদের সঙ্গে মানিয়ে যায় এই শাক। ঠিক তেমনই মাংসের সঙ্গেও রান্না করা যায় পালং শাক। একবার এই পদ খেলে মুখে লেগে থাকবে সব সময়। জেনে নিন পালং চিকেনের রেসিপি-

উপকরণ

১. হাড় ছাড়া মুরগির মাংস ৫০০ গ্ৰাম

২. ধনেপাতা এক কাপ

৩. পালং শাক ২৫০ গ্ৰাম

৪. বড় পেঁয়াজ ২টি

৫. কাঁচা মরিচ ৫টি

৬. আদা-রসুন বাটা ১ চামচ

৭. আস্ত জিরা আধা চা চামচ

৮. আস্ত ধনে আধা চা চামচ

৯. এলাচ ২টি

১০. লবঙ্গ ৪টি

১১. দারুচিনি ২ টুকরো

১২. পাতিলেবুর রস আধা টেবিল চামচ

১৩. গোলমরিচ গুঁড়া ১ চামচ

১৪. হলুদ আধা চা চামচ

১৫. বাটার আধা টেবিল চামচ

১৬. চিনি ১/৪ টেবিল চামচ

১৭. পরিমাণ মতো সাদা তেল

১৮. লবণ পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে চিকেন মেরিনেট করতে গোলমরিচ গুঁড়া, লেবুর রস ও রসুন বাটা মিশিয়ে ঢেকে রাখুন আধা ঘণ্টা। এরপর পালং শাক সেদ্ধ করে নিন ৪-৫ মিনিট।

তারপর এবার মিক্সিতে পালং শাক সেদ্ধ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে বেটে নিন। এবার একটি কড়াইতে পরিমাণমতো তেল গরম করুন। একে একে আস্ত জিরা, ধনে, এলাচ, লবঙ্গ ও দারুচিনি টুকরো ভেজে নিন।

তারপর পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিন। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। গ্যাসের আঁচ বাড়িয়ে দিন ও ভালো করে কষাতে থাকুন।

আরও পড়ুন : শীতকালীন খাদ্যতালিকায় দুর্দান্ত হলুদ

কিছুক্ষণ পর হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। তার সঙ্গে মিশ্রণটিতে দিয়ে দিন ব্লেন্ড করা পালং শাক। এরপর মিশ্রণটি ভালো করে কষিয়ে নিন।

তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন মাংস। ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তারপর ঢাকনা সরিয়ে নেড়ে দিন। সবশেশে বাটার দিয়ে পরিবেশন করুন পালং চিকেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড