• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইদের রেসিপি : ছানার পায়েশ

  লাইফস্টাইল ডেস্ক

২৩ মে ২০২০, ২০:১৯
ছানার পায়েশ
ছবি : সংগৃহীত

ইদে পায়েশ খাবেন নিশ্চয়ই। অল্প কিছু উপাদানেই তৈরি করা যায় সুস্বাদু ও ব্যতিক্রমী ছানার পায়েশ। ইদের দিন মিষ্টিমুখ করার জন্য এটি হতে পারে আদর্শ একটি খাবার। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ: ছানা বা পনির ৩০০ গ্রাম দুধ ১ লিটার চিনি স্বাদ অনুযায়ী এলাচ গুঁড়া ১/২ চা চামচ জাফরান সামান্য কাজু বাদাম ১০ থেকে ১ টি কিসমিস ১০ থেকে ১২ টি আমন্ড ৪ থেকে ৫ টি।

প্রণালি: প্রথমে ছানার সাথে অল্প ময়দা মিশিয়ে পনির এর ক্ষেত্রে ময়দা মেশানোর প্রয়োজন নেই। ভালো করে চটকে মেখে নিয়ে ছোট ছোট বলের মতো বানিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে দুধ জাল দিতে হবে। গ্যাসের আঁচ কম করে দুধ ক্রমাগত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে।

আরও পড়ুন : ভাত না রুটি, ওজন কমাতে কোনটা খাবেন?

এবার তাতে স্বাদমতো চিনি, জাফরান, এলাচ গুঁড়া দিয়ে আবার নাড়তে থাকুন। এবার কাজু, কিসমিস ও আমন্ড মিশিয়ে দিন। দুধ পুরোপুরি ঘন ক্রিমের মতো হয়ে আসলে ওতে ছানা বা পনিরের বলগুলো দিয়ে দিন। আরো ৪ থেকে ৫ মিনিট নাড়তে থাকুন।

৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। পরিবেশন করার সময় পায়েসের ওপর কাজু, আমন্ড টুকরো ছড়িয়ে দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড