• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঐতিহ্যবাহী ‘বাদশাহী পনির’

  লাইফস্টাইল ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ১৩:১৬
বাদশাহী পনির
ছবি : ইন্টারনেট

বর্তমানে বেশ সহজলভ্য হয়ে উঠেছে পনির। আর এই খাবারটির নানা পদও রয়েছে সবার পছন্দের তালিকায়। পনিরের একটি ঐতিহ্যবাহী পদ ‘বাদশাহী পনির’। হালকা ঠান্ডা আবহাওয়ায় গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে এই খাবারটি। চলুন জেনে নিই রেসিপি-

যা যা প্রয়োজন-

পনির টুকরা- ১ কাপ তরল দুধ- আধা লিটার তেজপাতা- ২ টি শুকনা মরিচ- ৩ টি জয়ত্রী- ১ টুকরা এলাচ- ৪টি দারুচিনি- ১ টুকরা কসুরি মেথি- ১ টেবিল চামচ আস্ত জিরা- আধা চামচ কাজুবাদাম পেস্ট- আধা কাপ কিশমিশ- ১০ থেকে ১২ টা গোলাপ জল- ১ চা চামচ চিনি- ২ চা চামচ লবণ- স্বাদ মতো ঘি- ২ চা চামচ তেল- পরিমাণমতো। প্রণালি-

সব গোটা মশলা হালকা টেলে গুঁড়ো করে নিন। প্যানে তেল গরম করে তেজপাতা, শুকনো মরিচ ও আস্ত জিরার ফোঁড়ন দিন। এবার এতে কাজু পেস্ট ও দুধ দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করুন। ফুটে উঠলে পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে।

এবার একে একে গুঁড়া করা মশলা, লবণ ও চিনি দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে মেশান কিশমিশ, গোলাপ জল। কয়েক মিনিট নেড়ে কসুরি মেথি গুঁড়া ছড়িয়ে নামিয়ে ফেলুন।

ঘি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ‘বাদশাহী পনির’।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড