• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠোঁটজোড়া থাকুক মসৃণ

  লাইফস্টাইল ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ১৩:৪১
ঠোঁট
ছবি : প্রতীকী

ঠোঁটের যত্নে নানারকম লিপজেল বা লিপবাম ব্যবহার করেন অনেকেই। কেউ কেউ আবার ঠোঁটে গোলাপি আভা আনতে ভরসা রাখেন ন্যুড লিপস্টিকে। কিন্তু এসব ব্যবহার করা ছাড়াও ঠোঁটকে মসৃণ ও নমনীয় রাখা সম্ভব। কীভাবে? চলুন জেনে নিই-

ঠোঁট বিবর্ণ হয়ে যাওয়ার মূল কারণ হলো আর্দ্রতা হারানো। এতে ঠোঁট কালো হয়ে যায়। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সঠিক সময়ে লিপবাম ব্যবহার করা উচিত। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ঠিক সময়ে তা ব্যবহার করি না। ফলে ঠোঁট শুষ্ক হয়ে যায়।

ঠোঁটের ত্বক খুব পাতলা হয় বলে তা খুব দ্রুত শুষ্ক হয়ে ফেটে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অল্প একটু গরম পানিতে মধু মিশিয়ে ঠোঁটে ঘষুন। এটি স্ক্রাবারের কাজ করবে। সে সঙ্গে ঠোঁটের আর্দ্রতা ফিরিয়ে দেবে।

কেবল ত্বকের চামড়া নয়, রোদেও ঠোঁটে সানবার্ন হয়। এতে থাকা বেগুনি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করা খুব জরুরি। তাই, রোদে বের হলে ঠোঁটেও খানিকটা সানস্ক্রিন লাগিয়ে নিন। এ সময় সানস্ক্রিনের সঙ্গে অল্প একটু পানি মিশিয়ে নেবেন।

ধূমপানের অভ্যাস রয়েছে এমন ব্যক্তিদের ঠোঁট কালো হয় বেশি। সিগারেটে থাকা নিকোটিন ঠোঁটে প্রবেশ করে ঠোঁটকে বিবর্ণ করে তোলে। তাই আজই ধূমপান ছাড়ুন।

ব্যস, ছোটখাটো এই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনি পেতে পারেন একজোড়া নমনীয় ও মসৃণ ঠোঁট।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড