• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরে এসব উপকারী গাছ রাখছেন তো?

  লাইফস্টাইল ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৫
গাছ
ছবি : সংগৃহীত

ঘর হলো প্রশান্তির স্থান। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ঘরে ফিরে স্বস্তির নিশ্বাস ফেলে শান্তি। ঘর থেকে কৃত্রিম উপাদান যত কমানো যায় ততই ভালো। ঘর সাজাতে পারেন প্রকৃতির ছোঁয়াতে। প্রকৃতির কথা বললেই চলে আসে যে জিনিসটির কথা তা হলো গাছ।

সব গাছ অবশ্য ঘরের ভেতর রাখা যায় না। কিছু কিছু গাছ রয়েছে যা ঘরের আবহাওয়ার সঙ্গে বেশ মানিয়ে যায়। একইসঙ্গে নানা উপকারেও লাগে। চলুন জেনে নিই এমন কিছু উপকারী গাছের কথা যা রাখতে পারেন ঘরে-

ঘৃতকুমারী-

ভীষণ উপকারী একটি গাছ ঘৃতকুমারী। যাকে আমরা অ্যালোভেরা বলে চিনি। ত্বক থেকে শুরু করে, চুল ও শরীর সবকিছুর জন্যই উপকারী এটি। ছোট্ট একটি মাটির টবে অল্প মাটিতেই বেড়ে উঠতে পারে এ গাছ। তাই ঘরের কোণে রাখতে পারেন ঘৃতকুমারী। মনের যেমন শান্তি মিলবে তেমনি মিলবে উপকারিতা।

পুদিনা-

বাজার থেকে পুদিনা কিনে আনার পর তার গোড়া কেটে ফেলে না দিয়ে তিনদিন অব্দি পানিতে ভিজিয়ে রাখুন। শেকড় গজিয়ে পাতা ছাড়লে তা লাগিয়ে দিন মাটির ছোট টবে। রান্নাঘর, ফ্রিজের পাশে কিংবা জানালার কার্নিশে রাখুব টবটি। ঝেঁপে আসা পুদিনা ঘরের সৌন্দর্য বাড়াবে। পাশাপাশি শরবত কিংবা পুদিনার চাও খেতে পারবেন ইচ্ছেমতো।

তুলসি-

আরেকটি উপকারী গাছ তুলসি। বারান্দায় একটি তুলসি গাছ রাখুন। সর্দি কাশি হলে এটি মুক্তি দেবে আপনাকে।

সবচেয়ে বড় কথা, এই গাছগুলো ঘরে থাকলে মশা আর আসবে না আপনার ঘরে। তবে আর কী, ঘর সাজান উপকারী এসব গাছে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড