• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্বকের মসৃণতা ধরে রাখতে এই উপাদানটি ব্যবহার করছেন তো?

  লাইফস্টাইল ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২
গ্লিসারিন
ছবি : সংগৃহীত

ব্যস্ততা আমাদের অবসর দেয় না। সারা দিনের ব্যস্ততা, কাজের চাপ সব কিছু সামলিয়ে ত্বকের জন্য আলাদা সময় আর বের করা হয় না। ত্বকের দৈনন্দিন যত্নের জন্য তাই বাজারের ময়শ্চারাইউজার বা বডি লোশনেই ভরসা রাখতে হয়।

একটু খেয়াল করলে দেখবেন ত্বকের জন্য যে ময়শ্চারাইজারই ব্যবহার করুন না কেন, তার বেশিরভাগেরই মূল উপাদান হলো গ্লিসারিন। শুধু কি বডি লোশন, লিপ বাম, বডি অয়েল সবকিছুতেই রয়েছে গ্লিসারিনের উপস্থিতি। আর এই উপাদানটিকে বাদ দিয়ে কখনোই রূপচর্চার কথা ভাবা যায় না।

ত্বককে ভরপুর আর্দ্রতা দেয় এই উপাদানটি। সেসঙ্গে ত্বককে নরম রাখা, দীর্ঘ সময় অব্দি জেল্লা ধরে রাখা— এসব কাজেও গ্লিসারিন বেশ উপকারী। সব ধরনের ত্বকের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এ উপাদানটি। তাই কেবল শীত নয়, সারা বছরের জন্যই ত্বকের যত্নে এটি উপকারী।

প্রশ্ন থাকতে পারে, কেন গ্লিসারিন ব্যবহার করবেন? এর উপকারিতা কী? চলুন তবে গ্লিসারিনের কিছু ব্যবহারই জেনে নেওয়া যাক-

● ত্বকের আর্দ্রতাকে গভীরভাবে ধরে রাখে গ্লিসারিন। তাই এই উপাদান ব্যবহারে ত্বক নরম থাকে।

● ব্রণ সমস্যার ভুগছেন? এর অন্যতম সমাধান হলো গ্লিসারিন। এর অ্যান্টিব্যাকটিয়াল উপাদান মুখের ব্রণ দূর করে। পাশাপাশি ব্ল্যাকহেডসও কমায় এটি।

● ত্বক অতিরিক্ত শুষ্ক হলে ফেটে যায় কিংবা টানতে থাকে। গ্লিসারিন ত্বকের সেই প্রদাহ কমিয়ে দিয়ে ত্বককে নরম রাখে।

● তারুণ্য ধরে রাখতে অবশ্যই গ্লিসারিন ব্যবহার করুন। এটি ত্বকের কোষকে অপরিণত রেখে ত্বককে তরুণ রাখে।

অনেকে ভাবেন, গ্লিসারিন কেবল শুষ্ক ত্বকের জন্য। এ ধারণা কিন্তু ঠিক নয়। যেকোনো ত্বকের জন্যই উপকারী এটি। নিয়মিত গ্লিসারিন ব্যবহারে ত্বক হয় সতেজ ও নমনীয়।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড