• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩ উপাদানে দূর করুন ডার্ক সার্কেল

  লাইফস্টাইল ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৬
ডার্ক সার্কেল
ছবি : প্রতীকী

চোখের চারপাশে কালো দাগ জমলে তাকে ডার্ক সার্কেল বলা হয়। এতে চোখের সৌন্দর্য কমে যায়। খাদ্যাভ্যাস, অবসাদ, অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের অভাব ইত্যাদি কারণে চোখের নিচে কালো দাগ জমতে পারে।

কিছু ঘরোয়া উপাদান রয়েছে যা ব্যবহারে ডার্ক সার্কেল থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব। কী সেগুলো? চলুন জেনে নিই-

শশা-

এক টেবিল চামচ শশার রসের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ অ্যালোভেরা জেল। এবার এই মিশ্রণ চোখের চারপাশে ম্যাসেজ করুন। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে এই মিশ্রণটি দিয়ে আইস কিউবও বানিয়ে রাখতে পারেন।

আলু-

ত্বক উজ্জ্বল করতে বেশ কার্যকর একটি উপাদান আলু। এটি প্রাকৃতিকভাবে ব্লিচিং করে। একটি ছোট আলু নিয়ে থেতলে নিন। এতে দুই থেকে তিন ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। চোখের ওপরে ও নিচে এই মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

টমেটো-

ত্বকের জন্য চমৎকার একটি উপাদান টমেটো। এতে রয়েছে লিকোফিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। একটি ছোট টমেটোর সঙ্গে এক চা চামচ দই মিশিয়ে ব্লেন্ড করে নিন। চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট রাখুন।

সপ্তাহে অন্তত দুই দিন এই উপায়ে চোখের যত্ন নিন। দূর হবে ডার্ক সার্কেল।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড