• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিছানার চাদরে বাড়ুক ঘরের সৌন্দর্য

  লাইফস্টাইল ডেস্ক

২৩ আগস্ট ২০১৯, ১৯:৪৪
বিছানা
ঘরের আকৃতি অনুযায়ী বাছাই করুন বিছানার চাদর। (ছবি : সংগৃহীত)

শোবার ঘরটিকে একটু পরিপাটি করে রাখতে কত কিছুই তো করতে হয়। শোবার ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বিছানার চাদর। ঘরকে নান্দনিক করে সাজিয়ে তুলতে বিছানার চাদরের প্রতি আলাদা খেয়াল রাখা আবশ্যক। বিশেষ করে ঘরের মাপ অনুযায়ী বিছানার চাদর ব্যবহার করা উচিত। চলুন জেনে নেওয়া যাক ঘরের আকৃতি অনুযায়ী বিছানার চাদর কেমন হওয়া উচিত।

ছোট ঘরের জন্য :

শোবার ঘর যদি ছোট আকারের হয় তবে চাদর বাছাই করতে হবে একটু ছিমছাম এবং হালকা রঙের। ছোট ঘরের জন্য এমন চাদরই বেশি মানানসই। হালকা রঙের চাদর ব্যবহার করলে আপনার ছোট্ট ঘরটিকেও বেশ প্রশস্ত মনে হবে। বেশি আসবাবপত্র থাকলে শোবার ঘরের চাদর হিসেবে ব্যবহার করতে পারেন আড়াআড়ি বা লম্বালম্বি রেখা সমৃদ্ধ নকশার চাদর। এ ধরনের হালকা ধাঁচের নকশায় আপনার রুচি ফুটে ওঠবে।

প্রশস্ত ঘরের জন্য :

প্রশস্ত ঘর হলে বিছানার চাদরের ক্ষেত্রে ভিন্নতা আনতে হবে। এ ক্ষেত্রে রঙিন চাদর বেশি মানানসই। ঘরের আয়তন প্রশস্ত হওয়ায় উজ্জ্বল রঙ, ছোট বড় নকশা কিংবা জ্যামিতিক রেখা বিশিষ্ট চাদর ব্যবহার করাই উত্তম। ঘরের পরিবেশকে দৃষ্টিনন্দন করে তুলতে বড় ছাপার রঙিন চাদর ব্যবহার করতে পারেন।

বেশি বড় ঘর :

আপনার শোবার ঘর যদি একটু বেশিই বড় হয়ে থাকে সে ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ঘরে বেশি আসবাবপত্র রাখলে ঘরকে খানিকটা ছোট দেখানো যায়। এ ক্ষেত্রে বড় নকশার চাদর রাখলে ঘরের পরিবেশ অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। নয়তো ঘর অনেক বেশি বড় হওয়ায় অগোছালো দেখাতে পারে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড