• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঁধতে গিয়ে হাতে ফোসকা? সমাধান ঘরেই

  লাইফস্টাইল ডেস্ক

২০ আগস্ট ২০১৯, ২১:১৬
ফোসকা
হাতে ফোসকা পড়লে খুব সহজেই মিলবে সমাধান। (ছবি : সংগৃহীত)

রান্না করা নিঃসন্দেহে একটি কঠিন কাজ। হাত না পুড়িয়ে রান্না করতে পেরেছেন এমন রাঁধুনি হয়তো সত্যিই খুঁজে পাওয়া যাবে না। রান্না করার সময় তেলের ছিটে বা গরম পাত্রে হাত লেগে ফোসকা পড়ে যেতে পারে মুহূর্তেই। আঘাত খুব একটা গুরুতর না হলেও এর জ্বলুনি বেশ যন্ত্রণা দেয়। জ্বলুনির ফলে হাত দিয়ে কাজ করতেও সমস্যা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে পড়লে দ্রুত আরাম লাভের জন্য বেশ কিছু উপায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে।

টুথপেস্ট :

টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কারের কাজেই লাগে না। এর বাইরেও টুথপেস্টের ভিন্ন কিছু ব্যবহার রয়েছে। হাত পায়ে ফোসকা পড়ে গেলে টুথপেস্ট ব্যবহার করলে আরাম পাওয়া যায়। পুড়ে যাওয়া স্থানে পুরু করে লাগিয়ে নিন টুথপেস্ট। কিছুক্ষণ পরই মৃদু আরাম অনুভব করতে পারবেন। টুথপেস্ট ফোসকার ভেতরের জল খুব সহজেই শুষে ফেলে। এর ফলে জ্বলুনি এবং ফোলা ভাব কমে যায়।

ডিম :

অনেক সময় হাত পুড়ে ফোসকা পড়ে গেলে হাতের কাছে টুথপেস্ট পাওয়া যায় না। এ ক্ষেত্রে ডিম হতে পারে বিকল্প সমাধান। বিশেষ করে ডিমের সাদা অংশ। একটি ডিম ফাটিয়ে এর সাদা অংশ পুড়ে যাওয়া স্থানে লাগিয়ে নিলেই আরাম অনুভূত হবে। একই সাথে এটি জ্বলুনি এবং ফোলা ভাবও কমিয়ে আনবে দ্রুত।

লবণ পানি :

হাতের কাছে টুথপেস্ট বা ডিম না থাকলেও আরেকটি সহজ উপায়ে মুক্তি পেতে পারেন ফোসকার যন্ত্রণা থেকে। খানিকটা লবণ অল্প পরিমাণ পানিতে মিশিয়ে নিন। এবার এই পানি দিয়ে পোড়া স্থান ভিজিয়ে রাখুন খানিকক্ষণ। এতে করে ফোসকা বড় হবে না। সেই সাথে জ্বলুনিও যাবে কমে।

সামান্য পুড়ে ফোসকা পড়ে গেলে এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগাতে পারেন। তবে বেশি মাত্রায় পুড়ে গেলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড