• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পৃথিবী বিখ্যাত শতবর্ষীরা খেতেন যে খাবার

  লাইফস্টাইল ডেস্ক

১১ জুলাই ২০১৯, ২২:৫২
খাবার
ছবি: প্রতীকী

সুন্দর এই পৃথিবীতে বেশিদিন বেঁচে থাকার চেষ্টা মানুষের নিরন্তর। শতবর্ষ আয়ু চেয়ে প্রার্থনাও করে মানুষ একজন আরেকজনকে। কিন্তু বর্তমান সময়ে এই কাজট বেশ কঠিনই বলা যায়। একে খাবারে ভেজাল তাঁর ওপর জীবন যাত্রার মান অনেক নিচে নেমে গেছে আগের চেয়ে। যদিও কয়েকটি দেশে বেড়েছে মানুষের গড় আয়ু। বিশ্বের যারা দীর্ঘায়ু মানুষ আছেন তারা কোন ধরনের খাদ্যাভ্যাসের জন্য এতদিন বেঁচে ছিলেন এটা নিয়ে বেশকিছু গবেষণাও পরিচালিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর আলোচিত কিছু শতবর্ষী মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে।

এমা মোরানো :

এমা মোরানো ছিলেন ইতালির বাসিন্দা। ২০১৭ সালে যখন তিনি মারা যান তাঁর বয়স ছিল ১১৭ বছর। এত দীর্ঘ সময় বেঁচে থাকার পেছনে কী কারণ ছিল এমনটি জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। তিনি জানিয়েছিলেন , একটি নিয়মিত খাদ্যাভ্যাস ছিল তাঁর। যার ব্যতিক্রম করতেন না কখনো। প্রত্যেকদিন সকালে গোটা তিনেক ডিম খেতেন তিনি। এরমধ্যে দুটি ডিম থাকতো কাঁচা। যা খেতেন কিমা করা মাংসের সাথে।

সুসানা মুশাত জোন্স :

আমেরিকান এই নারী মারা গিয়েছিলেন ২০১৬ সালে। মৃত্যুর সময় তারও বয়স হয়েছিল ১১৭ বছর। তাঁর কাছেও জানতে চাওয়া হয়েছিল কী অভ্যাসের জন্য এত বছর বেঁচে থাকতে পারছেন। তিনি বলেছিলেন, সকালের নাস্তাকে গুরুত্ব দিতে হবে। ঘুম ভাঙার পরই চার টুকরো বেকন এবং ডিম খেয়ে দিন শুরু করতেন তিনি। আর এই অভ্যাসটিই তাকে এত বছর অবধি বেঁচে থাকতে সাহয্য করেছে।

মিসাও ওকায়া :

জাপানি এই নাগরিক বেঁচে ছিলেন ২০১৫ সাল নাগাদ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৭ বছর। একটা সময় অবধি তিনি ছিলেন এশিয়ার মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভিনেগার দেওয়া ভাত, সবজি, ফল এবং সামুদ্রিক মাছ খেতেন প্রতিদিন। এরসাথে আটঘণ্টা ঘুম ছিল বাঁধা। আর এই অভ্যাসটিই তাকে এত দীর্ঘ সময় বাঁচিয়ে রেখেছিল বলে মনে করতেন তিনি।

ধর্মপাল সিং গুহ :

আমাদের পাশের দেশ ভারতের এই মানুষটি মারা যাওয়ার সময় বয়স হয়েছিল ১১৯ বছর। ব্যক্তিজীবনে তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন। তবে খাবার গ্রহণের ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। ফ্যাট সমৃদ্ধ খাবার এবং চিনি তিনি সবসময় এড়িয়ে চলতেন। সেই সাথে ক্যাফেইনকেও তিনি অপছন্দ করতেন। তাঁর খাদ্য তালিকায় ছিল গরুর দুধ, চাটনি এবং তাজা ফল।

ভায়োলেট ব্রাউন :

বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষটির নাম হচ্ছে ভায়োলেট ব্রাউন। তাঁর বয়স ১১৭ বছরের কিছু বেশি। তিনি তাঁর খাদ্য তালিকায় এখনো প্রচুর পরিমাণে তাজা মাছ, খাসির মাংস, মিষ্টি আলু এবং নানা তাজা ফল রাখেন।

সূত্র : এনডিটিভি

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড