• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরেই বানান ডিটারজেন্ট মাত্র ৩ উপাদানে!

  লাইফস্টাইল ডেস্ক

১৯ জুন ২০১৯, ০৮:৩৪
ডিটারজেন্ট
ঘরে তৈরি করা ডিটারজেন্ট; (ছবি- ইন্টারনেট)

রূপার আজ মন খারাপ। পছন্দের শাড়িটার স্ক্রিন প্রিন্টগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্য না বুঝে ডিটারজেন্ট দিয়ে ধোয়ার কারণেই এমনটা হয়েছে। বাজারে যেসব ডিটারজেন্ট পাওয়া যায় তাতে মেশানো থাকে প্রচুর ক্ষার, যা কাপড় পরিষ্কারের চাইতে ক্ষতি করে বেশি।

কিছু কিছু কাপড় তাই একদম কম ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হয়। এক্ষেত্রে অনেকেই শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু এই উপায় ব্যয়সাপেক্ষ। তাহলে কী করে ক্ষতি ছাড়া পরিষ্কার করবেন আপনার যত্নে রাখা পোশাক?

কেমন হয় যদি ঘরেই বানিয়ে ফেলেন ডিটারজেন্ট? তাও আবার কঠিন কোনো প্রণালী নয় বরং মাত্র তিনটি উপাদানের সাহায্যে করতে পারবেন কাজটি। বিশ্বাস হচ্ছে না? তবে চলুন জেনে নিই কীভাবে এই ডিটারজেন্ট তৈরি করবেন-

যা যা লাগবে-

বার সাবান- ১টি বোরাক্স পাউডার- ১ কাপ ওয়াশিং সোডা- ১ কাপ

যেভাবে তৈরি করবেন-

● শুরুতে সাবান কুচি করে কেটে নিন। এক্ষেত্রে আপনি আপনার পছন্দের সাবান ব্যবহার করতে পারেন।

● একটি বড় পাত্রে ২ ভাগ ওয়াশিং সোডা, ২ ভাগ বোরাক্স এবং ১ ভাগ সাবান ভালো করে মিশিয়ে নিন।

● এই মিশ্রণ একটি এয়ার টাইট বয়ামে নিয়ে ভালো করে ঝাঁকান। ব্যস, আপনার ডিটারজেন্ট পাউডার তৈরি।

কীভাবে ব্যবহার করবেন-

এক বালতি কাপড় ধোয়ার জন্য ব্যবহার করুন ১/৮ বা ১/৪ কাপ ডিটারজেন্ট পাউডার। অর্ধেক বালতি পানির সঙ্গে পাউডার মিশিয়ে ভালো করে ফেনা তৈরি করে নিন। এরপর তাতে কাপড় ভিজিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

আজ থেকে তবে নিজের পছন্দে পোশাকের ক্ষতি না করে ঘরোয়া উপায়ে তৈরি ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার করুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড