• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজের বানানো মাশকারাতেই সাজান চোখ

  লাইফস্টাইল ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৪:১৩
মাশকারা
ছবি : সংগৃহীত

চোখ সাজাতে কে না ভালোবাসেন। ঘন পাপড়িতে কাজলের রেখা টানা একজোড়া চোখ নজর কাড়ে যে কারোর। চোখের পাপড়ি ঘন দেখানোর জন্য অনেকেই মাশকারা ব্যবহার করে থাকেন। কিন্তু বাজারে কেনা মাশকারাতে বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে। যা চোখের জন্য ক্ষতির কারণ হতে পারে।

অনেকেই আবার ব্যবহার করেন ফলস আইল্যাশ। এ কাজে ব্যবহৃত গ্লুও চোখের পাতার জন্য ক্ষতিকর। মাশকারা ব্যবহারে অনেকের চোখে এলার্জিও হয়ে থাকে। তাহলে উপায়? কেমন হয় যদি নিজেই বানিয়ে ফেলেন মাশকারা?

খুব সহজ কিছু উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করতে পারেন মাশকারা। চলুন তবে চটজলদি বানানো উপায় জেনে নিই-

যা যা প্রয়োজন-

নারকেল তেল- ১ চা চামচ শিয়া বাটার- ১ চা চামচ বি ওয়্যাক্স বা মৌমাছির চাকের মোম- দেড় চা চামচ অ্যালোভেরা জেল- ৪ চা চামচ অ্যাক্টিভেটেড চারকোল ক্যাপসুল- ১ বা ২টি

কীভাবে তৈরি করবেন-

● একটি প্যানে নারকেল তেল, শিয়া বাটার, বি ওয়্যাক্স, অ্যালোভেরা জেল এক সঙ্গে মিশিয়ে ভালো করে গরম করে নিন।

● এরপর প্যানটিকে তাওয়া থেকে নামিয়ে মিশিয়ে নিন অ্যাক্টিভেটেড চারকোল ক্যাপসুলগুলো।

● ঠান্ডা হলে মিশ্রণটি প্লাস্টিক ব্যাগের এক কোণে এনে, মেহেন্দির কোণের মতো মুখটা কেটে মিশ্রণটি একটা খালি মাশকারা টিউবে ভরে ফেলুন।

ব্যাস, আপনার মাশকারা প্রস্তুত। চোখের পাপড়ি ঘন দেখানে ব্যবহার করুন নিজে বানানো এই মাশকারা। এই মাশকারার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় ব্যবহার করতে পারবেন যে কেউ।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড