• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বজ্রপাতের সময় কী করবেন

  লাইফস্টাইল ডেস্ক

১৫ জুন ২০১৯, ১৯:১২
বজ্রপাত
ছবি : প্রতীকী

শুরু হয়ে গেছে বর্ষাকাল। বছরের এই সময়টা আমাদের দেশে ঝড় বৃষ্টির মৌসুম। এই সময়ে ঝড় বৃষ্টির সাথে বেশ বজ্রপাতও হয়ে থাকে। বজ্রপাত থেকে বাঁচতে হলে এই সময়ে বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক এগুলো সম্পর্কে।

• খোলা বা উঁচু স্থানে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ রকম জায়গা ত্যাগ করে আশ্রয় নিন পাকা কোনো ঘরের নিচে। • ফাঁকা স্থানে আশ্রয় নেয়ার জায়গা না পেলে গুটিশুটি হয়ে বসে পড়ুন মাটিতে। • ফাঁকা স্থানে কখনো মাটিতে শুয়ে পড়বেন না। • খোলা স্থানে বিদ্যুতের খুঁটি, উঁচু গাছ ও যাত্রী ছাউনি থেকে অন্তত ৪ মিটার দূরে অবস্থান নিন। • নৌকায় থাকলে ছইয়ের নিচে আশ্রয় নিন। • মাছ ধরা বন্ধ করুন। • পুকুর বা অন্য কোনো জলাশয় থেকে যথা সম্ভব দূরে থাকুন। • ঘরের জানালা বন্ধ করে দিন এবং জানালা থেকে দূরে অবস্থান নিন। • যে কোনো ধাতব বস্তুর সংস্পর্শ থেকে দূরে থাকুন। • টিভি, ফ্রিজের প্লাগ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন। • মোবাইল ফোন, ল্যান্ডফোন ব্যবহার করবেন না। • গাড়িতে থাকলে দ্রুত কোনো পাকা ছাউনি বা নিরাপদ পার্কিং এ চলে যান। • রাস্তায় জমে থাকা পানির সংস্পর্শ থেকে দূরে থাকুন। • ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে সাবধান থাকুন। • যেদিকে বজ্রপাতের সম্ভাবনা বেশি সেদিকে যাবেন না। • বজ্রাহত ব্যক্তিকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড