• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুগল ম্যাপ ব্যবহারের সঠিক নিয়ম জানেন কি?

  লাইফস্টাইল ডেস্ক

১৪ জুন ২০১৯, ১০:৫০
গুগল ম্যাপ
ছবি : সংগৃহীত

অচেনা কোনো এলাকা চেনা এখন আর কঠিন কিছু নয়। তথ্যপ্রযুক্তির এ যুগে হাতের কাছে মোবাইল কিংবা কম্পিউটার থাকলেই অচেনা স্থানের অবস্থান খুঁজে পাওয়া যায় বেশ সহজেই। হ্যাঁ, গুগল ম্যাপের কথাই বলছিলাম। এই ম্যাপের নির্দেশে খুব সহজেই যেকোনো স্থানে যাওয়া যায়।

কিন্তু অনেকেই জানেন না ঠিক কীভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে হয়। চলুন এর সঠিক নিয়ম জেনে নেওয়া যাক-

কম্পিউটার থেকে-

● প্রথমে ওয়েব ব্রাউজারে গিয়ে গুগল ম্যাপ ওপেন করুন।

● এবার কোথাও যাওয়ার জায়গায় জুম ইন রাইট ক্লিক করুন।

● এরপর সিলেক্ট করুন মেজার ডিস্টেন্স।

● এই পর্যায়ে যেখানে যাবেন সেই জায়গাটি ক্লিক করুন। যদি একাধিক জায়গায় যেতে চান তবে একাধিক পয়েন্টে ক্লিক করুন।

● কালো দাগ ড্র্যাগন করে নির্দিষ্ট পথে যান। ম্যাপ আপনাকে ওই পথের ডিস্টেন্স দেখিয়ে দেবে।

স্মার্টফোন থেকে-

● শুরুতে গুগল ম্যাপ ওপেন করুন।

● যেখানে যাবেন সেই জায়গায় ট্যাপ করুন আর হোল্ড করে লাল পিন দিয়ে মার্ক করুন।

● এবার ম্যাপে জায়গার নাম দিন।

● পপ আপ মেনুতে গিয়ে সিলেক্ট করুন মেজার ডিস্টেন্স।

● এবার ম্যাপটি ড্র্যাগ করে কালো সার্কেলকে ডিস্টেন্সে বসান।

● অ্যাপ থেকে যোগ করুন একাধিক পয়েন্ট।

● স্ক্রিনের নিচে কিলোমিটার আর মাইলের মোট দূরত্ব দেখতে পাবেন।

এখন থেকে তবে অপরিচিত কোনো জায়গার সঠিক অবস্থান খুঁজে বের করতে ব্যবহার করুন গুগল ম্যাপ। এতে সময় বাঁচবে আর সঠিক অবস্থান খুঁজে বের করার ভোগান্তিও এড়ানো যাবে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড