• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্যান থেকে বাঁচান পা

  লাইফস্টাইল ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ১২:১৭
পা
ছবি : সংগৃহীত

গ্রীষ্মকাল শুরু হতে না হতেই শুরু হয়েছে সূর্যের শাসন। আর তা সবচেয়ে বেশি টের পাওয়া যায় ঘরের বাইরে বের হলে। ধরুন, বাইরে জরুরি কাজে বের হলেন আর ঘরে ফিরে পায়ের জুতো জোড়া খুলে নিজেই অবাক হয়ে গেলেন। অবাক না হয়েই বা উপায় কী। পায়ে ট্যান পড়ে যে দুই রং দেখা দিয়েছে।

ট্যান বা ত্বকের পোড়া দাগের সমস্যায় ভোগেন প্রায় সবাই। বিশেষ হাত, পা ও মুখের ত্বকে পোড়াভাব বেশি দেখা যায়। দেহের অন্যান্য অঙ্গের যত্ন নেওয়া হলেও পায়ের যত্ন খুব একটা নেওয়া হয় না। ঘরে থাকা কিছু ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলুন উপকারী ফুট স্কাব। যা ব্যবহারে ট্যান দূর হয়ে খুব জলদি।

যা যা প্রয়োজন-

গোলাপ জল- ১ চা চামচ সি সল্ট- আধ কাপ পুদিনা পাতা কুচোনো- এক মুঠ চারটি গোলাপের পাপড়ি অলিভ অয়েল- ১ চা চামচ ঠান্ডা পানি- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন-

● অল্প ঠান্ডা পানিতে সি সলট ও গোলাপ জল মেশান। খেয়াল রাখবেন সি সল্ট যেন গলে যা যায়।

● এতে যোগ করুন কুচোনো পুদিনা পাতা ও গোলাপের পাপড়ি। এই মিশ্রণে যোগ করুন ১ চা চামচ অলিভ অয়েল।

● মিশ্রণ যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি গাঢ় না হয়। স্ক্রাবারের মতো ঘনত্ব রাখুন।

● ঠান্ডা পানিতে পা ভিজিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে পায়ের পাতা ও গোড়ালিতে স্ক্রাব করুন। অন্তত ১৫ মিনিট আলতো হাতে স্ক্রাব করতে হবে।

● কিছুক্ষণ রেখে পা ধুয়ে ফেলুন।

সপ্তাহে তিন দিন এ উপায় কাজে লাগালে পা হয়ে উঠবে সুন্দর আর ট্যান ফ্রি।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড