• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গরমেও ছড়াবে না কাজল

  লাইফস্টাইল ডেস্ক

১২ এপ্রিল ২০১৯, ০৯:৪৮
চোখ
ছবি : ইন্টারনেট

চোখ নাকি মনের কথা বলে। তা সত্য হোক বা মিথ্যা, একজোড়া কাজলমাখা চোখ যে সবাইকে আকর্ষণ করে এ কথা মোটেও মিথ্যে নয়। বেশিরভাগ নারীই কাজলের কালো মায়ায় চোখ সাজাতে ভালোবাসেন। কিন্তু যত সমস্যা শুরু হয় গরমের সময়।

ঘামের কারণে ছড়িয়ে যায় কাজল। অনেক সময় লেপ্টে যায় তেলতেলে চেহারা হওয়ার কারণে। তাহলে উপায়? কাজল ছাড়া তো চলা যাবে না। তার চেয়ে বরং সহজ কিছু টুকটাক কৌশল জেনে নিন। যেগুলো কাজে লাগালে আর কাজল ছড়িয়ে পড়ার ভয় থাকবে না-

বরফ ঘষুন-

একটু সুতি কাপড়ে বরফ নিয়ে তা দিয়ে চোখে চারপাশে হালকা করে ম্যাসেজ করুন। এতে করে চোখের আশেপাশে জমা তেল চলে যাবে। একই সমাধান পাওয়া যাবে আইসব্যাগ ব্যবহারে। এরপর একটি শুকনো কাপড় দিয়ে চোখ মুছে নিন। এই টোটকা কাজে লাগালে কাজল বেশিক্ষণ টিকে থাকবে।

ব্যবহার করুন বিবি ক্রিম-

কাজল লাগানোর আগে চোখের চারপাশে খানিকটা বেবি ক্রিম বা সিসি ক্রিম লাগিয়ে নিন। তা যেন ত্বকের সঙ্গে পুরোপুরি মিশে যায় সে খেয়াল করুন। এতে চেহারার অতিরিক্ত তেল দূর হয়ে যাবে এবং চোখের চারপাশ পরিষ্কার দেখাবে। আর এতে করে কাজল ছড়িয়ে পড়ার ভয়ও থাকবে না।

চারপাশ মুছে নিন-

একটি ইয়ার বাড দিয়ে চোখের চারপাশ হালকা করে মুছে নিন। এতে অতিরিক্ত তেল দূর হবে।

ওয়াটার লাইনে কাজল দিন-

অনেকেই চোখের ভেতরে কাজল দেন। এই কাজটি করবেন না। এতে চোখের জলের স্পর্শে কাজল স্মাজ হয়ে যায়। চোখের উপর ও নিচের ওয়াটার লাইনে কাজল লাগান। এতে করে চোখও বেশি সুন্দর দেখায়।

আইলাইনারের ব্যবহার-

কাজল লাগানোর পর তার ওপর ওয়াটার প্রুফ আইলাইনার লাগিয়ে নিন। এতে কাজল দীর্ঘস্থায়ী হবে। চোখের কোণেও খানিকটা আইলাইনার লাগাতে পারেন।

পাউডার লাগান-

কাজল ও আই লাইনার লাগানো শেষে হালকা করে একটু পাউডার চোখের চারপাশে লাগিয়ে নিন। কাজল আর ছড়াবে না।

বাজারে ভালো ব্র্যান্ডের কিছু কাজল পাওয়া যায় যেগুলো তৈলাক্ত ত্বক ও ঘামেও টিকে থাকে। সেগুলোই ব্যবহার করার চেষ্টা করুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড