• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুশনে সেজে উঠুক ঘরের অন্দরমহল

  অধিকার ডেস্ক    ১৬ মার্চ ২০১৯, ১২:১২

কুশন
ছবি : ইন্টারনেট

ঘরের আসবাবপত্রের মধ্যে সোফা একটি। সাজানো গোছানো এক সেট সোফা পছন্দ করেন যে কেউ। সোফার কথা বলতেই আরেকটি জিনিসের কথা মাথায় আসে, আর তা হলো কুশন। আপনার ঘরে থাকা কুশনগুলো কীভাবে সাজান? চলুন ছোট্ট কিছু টিপস জেনে নেওয়া যাক এ বিষয়ে-

সোফার সংখ্যার চাইতে কুশনের সংখ্যা বেশি রাখুন। পাশপাশি তিনটে কুশন না রেখে আগে পিছে করে ছ’সাতটি কুশন রাখুন। এতে করে দেখতেও সুন্দর লাগবে, ব্যবহারের আরাম পাবেন।

প্রিন্টের কুশন বাছাইয়ের সময় এক রকমের প্রিন্ট বাছবেন না। কিছু এক রঙা আর কিছু প্রিন্টেড কুশন দিয়ে সাজান আপনার সোফা। একরঙা কুশনগুলো রাখুন পেছনে আর সামনে রাখুন প্রিন্টেড কুশন।

ঘরের জানালার কার্নিশ ঘেঁষে বসার ব্যবস্থা থাকলে সেখানেও দু চারটি কুশন দিয়ে সাজিয়ে ফেলুন।

বিছানায় কুশন রাখতে চাইলে মাথার কাছের জায়গাটা ব্যবহার করুন। বালিশের ওপর অসম সংখ্যায় কুশন দিয়ে সাজিয়ে ফেলুন।

বাজারের হরেক রকম গোল ও চারকোণা কুশন পাওয়া যায়। ঘরে খোলামেলা কোনো জায়গা থাকলে দেওয়ালের পাশে মাদুর বিছিয়ে কয়েকটি কুশন রাখতে পারেন। আড্ডার জন্য দারুণ একটা জায়গা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড