• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুলের যত্নে লেবুর যত ব্যবহার

  অধিকার ডেস্ক    ১৬ মার্চ ২০১৯, ০৯:০১

লেবু
ছবি : সংগৃহীত

গরমে প্রশান্তি মেলায় এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত। সালাদ কিংবা পোলাও, বিরিয়ানির সঙ্গে এক টুকরো লেবু না হলে যেন পুরো ব্যাপারটাই জমে না। তবে কেবল কি খাদ্য হিসেবেই দারুণ এ ফল? চুল ও মাথার ত্বকের জন্যও কিন্তু বেশ কার্যকর এটি।

চুলের যত্নে বিভিন্ন উপায়ে লেবু ব্যবহার করতে পারেন। চলুন লেবুর এমন কিছু ব্যবহারের কথাই বরং জেনে নেওয়া যাক-

● ২ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ৪ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এক টুকরো তুলো মিশ্রণে ভিজিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

● ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান সমপরিমাণ লেবুর রস। এই মিশ্রণ চুলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

● আমলকীর রস ও সমপরিমাণ লেবুর রস মিশিয়ে চুলের ত্বকে ম্যাসেজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

● চুলের যত্নে ব্যবহার করুন লেবুর হেয়ার প্যাক। ২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে তার সঙ্গে যোগ করুন ১ চা চামচ মধু। চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে ২ থেকে ৩বার এই প্যাক ব্যবহারে চুল হবে মসৃণ ও ঝলমলে।

● একটি ডিম ফেটিয়ে তার সঙ্গে যোগ করুন ১ টেবিল চামচ লেবুর রস। এই মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভালো করে শ্যাম্পু করে ফেলুন।

নিয়মিত লেবুর এই হেয়ার প্যাকগুলো ব্যবহারে খুশকিসহ চুলের সব সমস্যা দূর হবে। চুলের রুক্ষতা কমবে, সেসঙ্গে কমবে চুল পড়ার হারও।

তথ্য : স্টাইল ক্রেজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড