• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুগন্ধি ব্যবহারে খেয়াল রাখবেন যে বিষয়গুলো

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৫

সুগন্ধি
ছবি : প্রতীকী

কর্মক্ষেত্র কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া- যেকোনো প্রয়োজনে গায়ের গন্ধ দূর করতে সুগন্ধি ব্যবহার করে থাকি আমরা। কিন্তু কিছু ভুলে এটি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সুগন্ধি বাছাইয়ের আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার। এগুলো হলো-

১। সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রে অ্যালকোহল আছে কি না দেখে নিন। অনেকসময় অ্যালকোহলের মাত্রার কারণে চামড়ায় কালো ছোপ পড়তে পারে।

২। গায়ে না লাগিয়ে পোশাকে সুগন্ধি লাগান। এতে করে ত্বকের সমস্যা এড়াতে পারবেন।

৩। আমাদের দেহে নানারকম ‘ডেড স্কিন’ সেল থাকে। গোসলের সময় স্ক্রাবিংয়ের মাধ্যমে এসব ডেড স্কিন তুলে ফেলতে হবে। তাহলে ত্বকজনিত রোগ কম হবে।

৪। শীতকালে আর্দ্রতার কারণে নানা সমস্যা হয়ে থাকে। তাই এ সময় ময়েশ্চারাইজার রাখা দরকার। নিয়মিত ক্রিম মাখার অভ্যাস করুন, এতে ত্বক ভালো থাকবে।

৫। ফুসকুড়ি, র‍্যাশ কিংবা অন্য কোনো ত্বকজনিত রোগ রয়েছে এমন স্থানে সুগন্ধি না লাগানো শ্রেয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড