• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াশিং মেশিনে কাচতে পারেন এসব জিনিসও

  অধিকার ডেস্ক    ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২০

ওয়াশিং মেশিন
ছবি : প্রতীকী

কম সময়ে কাপড় ধোয়ার জন্য প্রায় সব বাড়িতেই ওয়াশিং মেশিন থাকে। কিন্তু কেবল কী পোশাক, চাইলেই এই যন্ত্র ব্যবহার করে পরিষ্কার করতে পারেন আরও কিছু জিনিস। চলুন তবে এমন কিছু কাজের কথাই জেনে নেওয়া যাক-

খেলনা সরঞ্জাম-

নিজের কিংবা বাড়ির ছোটদের খেলাধুলোর সরঞ্জাম খুব সহজেই পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনের সাহায্যে। জার্সি থেকে শুরু করে টুপি, গ্লাভস, প্যাড, হ্যান্ডব্যান্ড সবকিছুই পরিষ্কার করতে পারবেন এই যন্ত্রে। স্লো ওয়াশিং সাইকেল পদ্ধতিতে ও হালকা ক্ষারযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করুন এ কাজে।

বাজারের ব্যাগ-

বাজার থেকে ফেরার পর ধুলোবালি আর কাদায় ব্যাগ নোংরা হওয়াটাই স্বাভাবিক। সে সঙ্গে কাঁচা শাক-সবজি কিংবা মাছ-মাংসের দাগ তো আছেই। চট কিংবা কাপড়ের বাজারের ব্যাগ হলে সেটি পরিষ্কার করে ফেলুন ওয়াশিং মেশিনের সাহায্যে।

রান্নাঘরের সরঞ্জাম-

ওভেনের মুখে ব্যবহার করা রাবারব্যান্ড, টেবিল ম্যাট সবকিছুই ওয়াশিং মেশিন ধুতে পারেন। এক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করুন।

গৃহস্থালি সরঞ্জাম-

রোজ ব্যায়াম করার ম্যাট, পাপোশ, মাউস প্যাড সবকিছুই অনায়াসে কাচতে পারেন ওয়াশিং মেশিনে। তবে এসব কাচার সময় কখনই গরম পানি ব্যবহার করবেন না। ঠান্ডা পানিতে কম ক্ষারযুক্ত ডিটারজেন্টে পরিষ্কার করুন এসব জিনিস।

জুতো-

চামড়ার জুতো না হলেও, কাপড়ের যেকোনো জুতো ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারেন। কম ক্ষারযুক্ত ডিটারজেন্টে দারুণ পরিষ্কার হবে জুতো।

এখন থেকে তবে পোশাকের পাশাপাশি এসব জিনিসও পরিষ্কার করুন ওয়াশিং মেশিনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড