• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা রিপোর্ট নেগেটিভ, যদি লক্ষণ থাকে?

  লাইফস্টাইল ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২০, ১৩:৫৩
করোনার লক্ষণ
করোনার লক্ষণ থাকার পরও যেসব কারণে রিপোর্ট নেগেটিভ আসতে পারে। (ছবি: সংগৃহীত)

ধরুন জ্বর, কাশি, হালকা শ্বাসকষ্ট নিয়ে পরীক্ষা করার পর করোনার রিপোর্ট নেগেটিভ আসলো। তবে নেগেটিভ আসার পরও যদি করোনার লক্ষণ থাকে, তবে কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

আর ঘরে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া একজন চিকিৎসকের পরামর্শ ও সঠিক গাইডলাইন মতো চলতে হবে।

করোনার লক্ষণ থাকার পরও যেসব কারণে রিপোর্ট নেগেটিভ আসতে পারে:

১. করোনার পুরোপুরি লক্ষণ দেখা দিতে অনেকের দুই সপ্তাহ সময়ও লাগতে পারে, মৃদু উপসর্গ দেখে পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ আসতে পারে।

২. স্যাম্পল গ্রহণ করা হয় নাক এবং গলা থেকে, তবে পর্যাপ্ত পরিমাণে শ্লৈষ্মিক নিঃসরণ গ্রহণ করা না হলে সঠিক রিপোর্ট নাও পেতে পারেন।

৩. করোনার ফলাফল আসতে ২৪ থেকে ২৮ ঘন্টা সময় লাগে। স্যাম্পল সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। নমুনা যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় তবে ফলাফল ভুল হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড