• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাইরাস মোকাবিলায় জীবাণুমুক্ত রাখুন বাথরুম

  লাইফস্টাইল ডেস্ক

২৩ মার্চ ২০২০, ০৮:৩৬
বাথরুম
বাথরুম শুকনো রাখার চেষ্টা করুন (ছবি- প্রতীকী)

বাথরুমকে বলা হয় ভাইরাস বা ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর। ভাইরাস আতঙ্কের এ সময়ে সব স্থানের মতো বাথরুমকেও জীবাণুমুক্ত রাখা চাই। কিছু বিষয় মাথায় রাখলে সহজেই বাথরুম পরিষ্কার রাখা যায়। এমন কিছু টিপস চলুন জেনে নিই-

১। বাথরুম যতটা সম্ভব শুকনো রাখুন। ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে বেশি জীবাণু জন্মে। অনেকে বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখেন। এতে বাথরুমের পরিবেশ বেশি স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তাই মাঝেমধ্যে দরজা খুলে রাখুন।

২। প্রতিদিন কিছুটা সময় বাথরুমের জানালা খুলে রাখুন যেন বাতাস চলাচল করতে পারে।

৩। বাথরুমের জন্য আলাদা স্যান্ডেল ব্যবহার করুন।

৪। অনেকে বাথরুমে ধূমপান করেন। এটি করবেন না।

৫। বাথরুম গন্ধমুক্ত রাখতে সুগন্ধি মোম জ্বালাতে পারেন। ঘরে এয়ার ফ্রেশনার স্প্রে করার সময় বাথরুমেও করুন। বাথরুম যদি একটু বড় হয় তবে কর্ণারে ছোট গাছ রাখতে পারেন।

৬। ভেজা গামছা বা তোয়ালে বাথরুমের হ্যাঙ্গারে মেলবেন না। এতে বাথরুমে ভেজাভাব থেকে যায়।

আরও পড়ুন : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খান ‘আদা স্যুপ’

৭। বাথরুমের বেসিন, কমোড ও বাথটাব পরিষ্কার রাখার জন্য আলাদা আলাদা ব্রাশ ও স্ক্রাবিং প্যাড রাখুন। প্রতিবার ব্যবহার পর এগুলো ভালো করে ডেটল-পানিতে ধুয়ে নিন। শুকানোর পর ব্রাশ হোল্ডারে রাখুন।

৮। বাথরুম পরিষ্কার করা শেষে অবশ্যই নিজে জীবাণুমুক্ত হয়ে নিন।

সচেতন থাকুন, পরিবারের অন্য সদস্যদের সচেতন থাকতে বলুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড