• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্ক : মেকআপের ক্ষেত্রেও চাই সতর্কতা

  লাইফস্টাইল ডেস্ক

১৯ মার্চ ২০২০, ১১:৪২
মেকআপ
সর্দি বা জ্বর হলে কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন (ছবি- ইন্টারনেট)

করোনা আতঙ্ক বিরাজ করছে চারপাশে। এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো অব্দি আবিষ্কৃত হয়নি। তাই, জনসচেতনতাই এর থেকে দূরে থাকার একমাত্র উপায়। দৈনন্দিন সব কাজেও সচেতনতা অবলম্বন করতে হবে।

যারা বিশেষ কোনো প্রয়োজনে মেকআপ করবেন তারা অবশ্যই এ সময় কিছু বিষয় খেয়াল রাখবেন-

১। মেকআপ লাগানোর আগে হাত আর মুখ ভালোভাবে সাবান ও ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন।

২। সর্দি বা জ্বর হলে কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন।

৩। মেকআপের ব্যবহৃত বেশিরভাগ সরঞ্জাম আসে দেশের বাইরে থেকে, তাই সংক্রমিত দেশগুলোর পণ্য এড়িয়ে চলুন। অবশ্যই তারিখ দেখে ব্যবহার করুন।

৪। মেকআপ প্রোডাক্ট কারও সঙ্গে শেয়ার করবেন না।

৫। মেকআপ তোলার ক্ষেত্রেও বাড়তি নজর দিন। যতই ক্লান্ত থাকুন, মেকআপ না তুলে ঘুমাবেন না।

আরও পড়ুন : করোনা এড়াতে লিফট ব্যবহারে সচেতন হোন

৬। এ সময় পার্লারে গিয়ে মেকআপ করা থেকে বিরত থাকুন।

সবচেয়ে ভালো হয় করোনা ছড়ানোর এই সময় মেকআপ থেকে দূরে থাকলে। ঘরে থাকুন, সাবধানে থাকুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড