• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোখের নিচে কালো দাগ, কী করবেন?

  লাইফস্টাইল ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪
চোখ
রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল ম্যাসেজ করে নিন (ছবি- ইন্টারনেট)

চোখের নিচে কালো দাগ হলে পুরো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মেকআপ করেও এই দাগ ঢাকা যায় না। অনেক সময় চোখের নিচের এই কালচে দাগের জন্য রোগা দেখায়। ঘরোয়া কিছু উপাদান রয়েছে যা ব্যবহারে এই দাগ দূর করতে পারেন সহজেই।

কাজু-দুধ

কাজু বাদামের সঙ্গে দুধ মিশিয়ে বেটে নিন। এই মিশ্রণ চোখের চারপাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফলাফল দেখতে পাবেন নিজেই।

টমেটো-লেবু

এক চা চামচ টমেটোর সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ লেবুর রস। মিশ্রণটি চোখের নিচে লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এই প্যাক ব্যবহার করুন।

ঠান্ডা দুধ

কটন বল ঠান্ডা দুধে ভিজিয়ে নিন। এটি চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে কালচে ভাব তো দূর হবেই, সেসঙ্গে কমবে ফোলাভাবও।

কমলা-গ্লিসারিন

কমলার রসের সঙ্গে দুই ফোঁটা গ্লিসারিন মেশান। এটি চোখের নিচে লাগালে কালো দাগ দূর হবে। সে সঙ্গে উজ্জ্বল হবে ত্বকও।

বাদাম তেল

রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল ম্যাসেজ করে নিন। এতে চোখের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া টানটান হবে।

চোখের নিচে কালো দাগ থাকলে চেহারা মলিন দেখায়। তাই ত্বকের যত্নে সচেতন হোন আজই।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড