• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপড় থেকে তেলের দাগ উঠবে সহজেই

  লাইফস্টাইল ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১
তেলের দাগ
প্রথমে টিস্যু পেপারের সাহায্যে তেল চেপে তুলে নিন (ছবি- ইন্টারনেট)

অসাবধানতাবশত কাপড়ে দাগ লেগে যেতে পারে। সামান্য দাগের জন্য পুরো পোশাকটিই বাতিল করতে হয় কখনো কখনো। বিশেষ করে কাপড়ে তেলের দাগ পড়লে তা আর উঠতে চায় না।

বাজারে যে ডিটারজেন্ট পাওয়া যায় তা দিয়ে তেল ঝোলের জেদি দাগ দূর করা সম্ভব নয়। তাহলে উপায়? কাপড় থেকে তেলের দাগ তুলতে ব্যবহার করতে পারেন ট্যালকম পাউডার। ভাবছেন কী করে?

যা যা লাগবে

ট্যালকম পাউডার, টিস্যু পেপার, টুথব্রাশ, ডিশ ওয়াশিং লিকুইড

কী করবেন?

প্রথমে তেল লাগা স্থানে টিস্যু পেপার দিয়ে সাবধানে চেপে তেল উঠিয়ে ফেলুন। এই কাজটি সাবধানে করবেন যেন অন্য কোথাও তেল না লেগে যায়। এবার তেল পড়া স্থানে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন। ভালো করে পাউডার চেপে দিন। চাইলে এই পাউডারের বদলে লবণ ব্যবহার করতে পারেন।

কিছুক্ষণ অপেক্ষা করুন। এ সময় পাউডার তেল শুষে নিবে। এবার ব্রাশ দিয়ে ঘষে ঘষে পাউডার তুলে ফেলুন। আরেকটি টিস্যু পেপারের সাহায্যে কাপড় থেকে পাউডার তুলে ফেলুন।

এরপর দাগের ওপর অল্প পরিমাণ লিকুইড ডিশ ওয়াশিং দিন। ফেনা উঠে আসলে টুথব্রাশের সাহায্য চক্রাকারে ঘষুন। খেয়াল রাখবেন যেন কাপড়ের উভয় পাশেই ঘষা হয়।

আরও পড়ুন : কম্বলের চাই বাড়তি যত্ন

সবশেষে পানি বা সাধারণ ডিটারজেন্টের সাহায্যে ধুয়ে ফেলুন। ব্যস, কাপড় থেকে দূর হয়ে গেল তেলের দাগ।

কাপড়ে তেল লাগার সঙ্গে সঙ্গেই এই পদ্ধতিটি প্রয়োগ করতে হবে। যত দেরি করবেন, তেল তত বসে যাবে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড