• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রক্ত দেখলেই জ্ঞান হারান, হেমোফোবিয়া নয় তো?

  লাইফস্টাইল ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১০:৪৪
হেমোফোবিয়া
হেমোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা রক্ত দেখলেই অস্থির হয়ে পড়েন (ছবি- প্রতীকী)

এমন অনেক মানুষকেই দেখা যায় যারা ভীষণ সাহসী, নানা দুর্ধর্ষ কাজে সিদ্ধহস্ত কিন্তু রক্ত দেখলেই আর নিজেকে সামলাতে পারেন না। এমনকি এক ফোঁটা রক্ত দেখলেই তাদের অস্থির লাগতে শুরু করে। অনেকে জ্ঞানও হারান।

এমন মানুষরা যে ভিতু তা কিন্তু নয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি একধরনের স্বাস্থ্য সমস্যা। রক্ত দেখলেই আতঙ্কিত হয়ে পড়া একধরনের ফোবিয়া। একে হেমোফোবিয়া বলা হয়। ডাক্তারি পরিভাষায় বলা হয়, ভ্যাসোভ্যাগাল সিনকোপ বা নিউরোকার্ডিও জেনিক সিনকোপ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পুরো পৃথিবীর মোট জনসংখ্যার এক-দুই শতাংশ মানুষ হেমোফোবিয়া সমস্যায় ভোগেন। যাদের এ সমস্যা রয়েছে, তারা এক ফোঁটা রক্ত দেখলেই অস্থির হয়ে পড়েন।

কারণ, রক্ত দেখা মাত্র তাদের হৃদস্পন্দন ও রক্তচাপ এক ধাক্কায় অনেকটা কমে যায়। এর ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের মাত্রা কমে যায়। আর তাই অজ্ঞান হয়ে পড়েন তারা। সে সঙ্গে, রক্ত দেখলে শ্বাসকষ্ট ও বুকে ব্যথাও হতে পারে।

আরও পড়ুন : ‘বি পজেটিভ’ আসলেই কি গরুর রক্ত!

সাধারণত এটি একটি জিনগত সমস্যা। পরিবারের কারও হেমোফোবিয়া থাকলে, পরবর্তী প্রজন্ম এ রোগে আক্রান্ত হতে পারে।

হেমোফোবিয়া রয়েছে এমন ব্যক্তিরা রক্ত দেখলে শুয়ে পড়া উচিত। শুতে না পারলে অন্তত মাটিতে বসে পড়ুন। রক্ত দান করতে গেলে মাথা ঠান্ডা রাখুন, নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন।

এ সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে চিকিৎসকের কাছে যান এবং পরামর্শ মানতে চেষ্টা করুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড