• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেজার ব্যবহারে ত্বকে র‍্যাশ?

  লাইফস্টাইল ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, ১৫:১৬
রেজার
রেজার ব্যবহারের আগে ও পরে ভালোভাবে পরিষ্কার করে নিন; (ছবি- ইন্টারনেট)

দাড়ি কাটার জন্য অনেক পুরুষই রেজার ব্যবহার করে থাকেন। কিন্তু শেভ করার পর জ্বালাপোড়া অনুভব করেন। তার সঙ্গে রয়েছে চুলকানি আর র‍্যাশও। কিছু বিষয় মেনে চলার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন

চুল ও ত্বক নরম থাকলে শেভ করা সহজ হয়। বেশিরভাগ পুরুষই গোসলের আগে শেভ করেন। ফলে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এখন থেকে গোসলের পর শেভ করুন। আর গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন। এতে ত্বক ও দাড়ি দুটোই নরম থাকবে। রেজার দিয়ে শেভ করলেও কোনো জ্বালাপোড়া হবে না।

ত্বকে ম্যাসেজ করুন

রুক্ষ ত্বকে শেভ করা অত্যন্ত বিরক্তিকর ব্যাপার। এ অবস্থায় শেভ করলে ত্বকে ফোঁড়া বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। তাই রেজার দিয়ে শেভ করার আগে ভালো মানের শেভিং ক্রিম মুখে ম্যাসেজ করুন। অন্তত দুই মিনিট মুখ ও ঘাড়ে এটি ম্যাসেজ করার পর শেভ করুন।

রেজার পরিবর্তন করুন

বেশিদিন এক রেজার ব্যবহার করা উচিত নয়। এতে করে ত্বকে র‍্যাশ সৃষ্টি হতে পারে। তাই নির্দিষ্ট সময় পর রেজার পরিবর্তন করুন।

সঠিক উপায় মানুন

রেজার দিয়ে শেভ করার ক্ষেত্রে সঠিক উপায় মেনে চলুন। শেভের সময় ত্বকে বেশি চাপ প্রয়োগ করা একদমই ঠিক নয়। তাই চেষ্টা করুন হালকা ও মসৃণভাবে শেভ করতে। তাছাড়া দাড়ি কিছুটা বড় হওয়ার পর শেভ করলে ত্বকের ওপর চাপ কম পড়ে। ফলে র‍্যাশ হওয়ার সম্ভাবনাও কমে যাবে।

আরও পড়ুন : দাড়ির সুরক্ষায় ব্যবহার করুন এই দুই তেল

ভালোভাবে পরিষ্কার করুন

রেজার ব্যবহারের আগে ও পরে ভালোভাবে পরিষ্কার করে নিন। এক থেকে দুই মিনিট গরম পানিতে রেজার ভিজিয়ে রেখে ধুয়ে নিন। ব্যবহারের পরে ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে রাখুন।

এই নিয়মগুলো মেনে রেজার দিয়ে শেভ করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এরপরও যদি কোনো সমস্যা হয় তবে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড