• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্বকের নানা সমস্যায় ব্যবহার করুন চিনি

  লাইফস্টাইল ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ১৫:০৪
চিনি
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে চিনি বেশ কার্যকর; (ছবি- ইন্টারনেট)

চিনিকে শরীরের জন্য ক্ষতিকর বলা হয়। নানা ধরনের স্বাস্থ্য জটিলতার কারণ এটি। আর তাই খাদ্যতালিকা থেকে চিনিকে বাদ দেন অনেকেই। শরীরের জন্য ক্ষতিকর হলেও, ত্বকের যত্নে অন্যতম সেরা উপাদান এটি। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ত্বকের বিভিন্ন সমস্যায় চিনির প্যাক ব্যবহার করা যায়।

মৃত কোষ দূর করতে

একটি পাত্রে অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেল নিন। এর সঙ্গে মেশান এক চামচ চিনি। এই মিশ্রণ স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন। একবার ব্যবহারেই ত্বকের মৃত কোষ দূর হয়ে যাবে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে চিনি বেশ কার্যকর। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রস নিন। এর সঙ্গে চিনি মেশান। ত্বকে এই মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল।

ঠোঁট ফাটা সমস্যা দূর করতে

শীত আসলে ঠোঁট ফাটার সমস্যা দেখা যায়। বিটের রসের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে লাগান। এটি ঠোঁট ফাটা সমস্যা দূর করে।

স্ট্রেস মার্ক দূর করতে

ওজন বৃদ্ধি, হ্রাস কিংবা মাতৃত্বজনিত কারণে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। এই দাগগুলো থেকে মুক্তি পেতে কফি, চিনি ও অলিভ অয়েল মিশিয়ে ত্বকে মাসাজ করুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে স্ট্রেস মার্ক দূর হবে।

তবে কখনোই ত্বকে জোরে চিনি ঘষবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড