• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষার আগে ডিম খেতে মানা কেন?

  লাইফস্টাইল ডেস্ক

০৩ জানুয়ারি ২০২০, ১১:০৪
ডিম
ডিম খেলে বেড়ে যায় শরীরের তাপমাত্রা; (ছবি- ইন্টারনেট)

খবরদার আজকে ডিম খেও না। আজ তোমার পরীক্ষা আছে। ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষাতেও ডিম পাবে। ছোটবেলায় এই কথাগুলো একবারও শোনেননি এমন মানুষের সংখ্যা হাতে গোণা।

ডিম পুষ্টিকর খাবার হলেও, শুভ কাজে যাওয়ার আগে ডিম খাওয়া নিষেধ মনে করেন অনেকেই। বিশেষ করে পরীক্ষা দিতে যাওয়ার আগে পরিবারের বড়রা ডিম খেতে মানা করেন। বছরের পর বছর ধরে এই প্রচলন চলে আসছে। কিন্তু কেন? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে নাকি পুরোটাই কুসংস্কার?

ডিম আমাদের শরীর খুব তাড়াতাড়ি গরম করে তোলে। এতে থাকা প্রোটিন ফ্যাটের কারণে এমনটা হয়। যে কোনো শুভকাজ বা পরীক্ষায় যাওয়ার সময় শরীর ও মন ঠান্ডা রাখা উচিত। কিন্তু ডিম খেলে শারীরিক উত্তেজনা বা প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে শুভ কাজ পণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা করা হয়। আর তাই শুভকাজে যাওয়ার আগে ডিম খেতে মানা করা হয়।

যেহেতু পরীক্ষা দেওয়া একটি শুভ কাজ, তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খেতে নিষেধ করেন সবাই।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড