• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রান্না হোক বিনা পেঁয়াজে

  লাইফস্টাইল ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১২:৫৬
পেঁয়াজ
পেঁয়াজ ছাড়াও মুখরোচক রান্না সম্ভব; (ছবি- ইন্টারনেট)

পেঁয়াজ নিয়ে চারপাশে চলছে আলোচনা সমালোচনা। ইতোমধ্যে পেঁয়াজের দাম গিয়ে পৌঁছেছে ২০০ তে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বলেছেন, পেঁয়াজ ছাড়াও রান্না হয়।

সত্যিই কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করা সম্ভব। কীভাবে পেঁয়াজ ছাড়া রান্না করবেন? চলুন জেনে নিই কিছু উপায়-

অলিভ অয়েল-

সয়াবিন তেলের বদলে ব্যবহার করুন অলিভ অয়েল। এই তেল খাবারের স্বাদ ও ঘনত্ব বাড়াবে।

পেঁপে বাটা-

মাংস কিংবা মাছের ঝোল ঘন করতে চাইলে পেঁয়াজের বদলে ব্যবহার করতে পারেন পেঁপে। এসব তরকারির ঘনত্ব বাড়াতে পেঁপে বাটা ব্যবহার করুন। এতে মাছ মাংসের আঁশটে গন্ধ যেমন দূর হবে, তেমনি ঝোলও হবে ঘন।

টমেটো-

পেঁয়াজ ব্যবহার না করে রান্নায় ব্যবহার করুন টমেটো। এটি খাবারকে আরও সুস্বাদু করে তোলে।

রসুন ফোঁড়ন-

পেঁয়াজের বদলে বেশি করে রসুন ব্যবহার করুন। গরম তেলে রসুন ও শুকনা মরিচের ফোঁড়ন দিলে দারুণ ঘ্রাণ হয়। ডাল কিংবা যে কোনো ভাজিতে পেঁয়াজ ব্যবহার না করে এই ফোঁড়ন ব্যবহার করতে পারেন।

পেঁয়াজের কলি-

পেঁয়াজের বদলে ব্যবহার করতে পারেন স্প্রিং অনিয়ন কিংবা পেঁয়াজের কলি। এতে তরকারির স্বাদও বাড়বে, পেঁয়াজের ঘ্রাণও মিলবে।

ক্যাপসিকাম-

ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন পেঁয়াজের বদলে। এটি খাবারের স্বাদ বাড়ায়। ভাজি, মাছ কিংবা মাংসের ঝোলে সহজেই এটি ব্যবহার করতে পারেন।

যে কদিন পেঁয়াজের দাম বেশি সে কদিন ব্যবহার করে দেখুন এই উপকরণগুলো। খুব একটা মন্দ লাগবে না কিন্তু।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড