• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মশা তাড়ান নিজের বানানো স্প্রেতে

  লাইফস্টাইল ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১১:২৩
স্প্রে
ছবি : প্রতীকী

আবার বাড়ছে মশার প্রকোপ। মশার কামড় থেকে নিজেদের রক্ষা করতে কত কিছুই করি আমরা। তার ওপর রয়েছে ডেঙ্গুর আতঙ্ক। মশা থেকে নিজেকে বাঁচাতে বানিয়ে ফেলুন মশা প্রতিরোধকারী স্প্রে। প্রাকৃতিক উপাদানে তৈরি বলে এই স্প্রে শরীরের জন্য নিরাপদ। চলুন জেনে নেওয়া যাক বিশেষ এই স্প্রে তৈরির প্রণালি-

১। আধা চা চামচ দারুচিনি তেল ও এক কাপ পানি ভালো করে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এটি চাইলে ব্যাগেও রাখতে পারেন। মশা আছে এমন জায়গায় থাকলে এই মিশ্রণ শরীরে স্প্রে করুন।

২। আধা চা চামচ টি ট্রি অয়েল ও আধা কাপ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। ব্যস, মশা তাড়ানোর স্প্রে তৈরি।

৩। এক কাপ বেবি অয়েলের সঙ্গে এক কাপ রসুনের কোয়া আর আধা লিটার রাবিং অ্যালকোহল মিশিয়ে নিন। এই মিশ্রণও মশা তাড়াতে দারুণ কাজ করে।

স্প্রেগুলো ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যেন চোখে কিংবা মুখে না যায়।

আজ থেকে তবে উপকারী এই স্প্রে বানিয়ে ফেলুন আর মশা থেকে থাকুন দূরে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড