• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মশা-ছারপোকা দূর করবে কর্পূর

  লাইফস্টাইল ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ২০:৩৮
কর্পূর
কর্পূর (ছবি : সংগৃহীত)

কর্পূর বা ন্যাপথলিন একটি জৈব-রাসায়নিক বস্তু। ঘর থেকে পোকামাকড় দূর করতে ব্যবহার করতে পারেন এই কর্পূর।

চলুন জেনে নেয়া যাক, কীভাবে কর্পূর ব্যবহার করে পোকামুক্ত করবেন ঘর-

মশা তাড়াতে কর্পূর : ঘরের অন্ধকার স্থানে যেখানে মশারা ঘাপটি দিয়ে বসে থাকে সেখানে কর্পূরের ট্যাবলেট রেখে দিন। এটি শুধু ঘরের বাতাসেই সুগন্ধই ছড়াবে তা না বরং মশার উৎপাত থেকেও মিলবে মুক্তি।

ছারপোকা তাড়াতে কর্পূর : ছারপোকা তাড়াতে কর্পূর অত্যন্ত কার্যকরী। ছারপোকার সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য বিছানার চাদর ধুয়ে ফেলুন। তোষক ও জাজিম বা ম্যাট্রেস রোদে শুকাতে দিন। তারপর একটি বড় কর্পূরের টুকরো মসলিন ব্যাগে ঢুকিয়ে বিছানা ও ম্যাট্রেসের মাঝামাঝি স্থানে রেখে দিন। এতে বিছানা থেকে ছারপোকা দূর হবে এবং পরবর্তী আক্রমণ থেকেও রক্ষা করবে।

পিঁপড়া তাড়াতে কর্পূর : পিঁপড়া দূর করতে ক্ষতিকর কীটনাশকের বদলে ব্যবহার করুন কর্পূর। পানির সঙ্গে কর্পূর মিশিয়ে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন। কর্পূরের গন্ধে ঘর ছাড়বে পিঁপড়া।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড