• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যারা যত বুদ্ধিমান, তারা তত একা থাকতে চান

  লাইফস্টাইল ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩০
একা
(ছবি : প্রতীকী)

বন্ধু বা অনেক মানুষের সঙ্গে আড্ডা দিতে আপনার বিরক্তি লাগে? ভয় পাওয়ার কিছু নেই, এটার পেছনের ভালো দিকে রয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, যারা যত বুদ্ধিমান, তারা একা ততটাই বেশি আনন্দে বা খুশিতে থাকেন। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

ওই গবেষণা চালানো হয়, প্রায় ১৫ হাজার ১৮ থেকে ২৮ বছর বয়সী মানুষের ওপর। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, তারা কোথায় থাকেন, তারা যেখানে থাকেন সেখানে কত লোকের সঙ্গে থাকেন, সেখানকার সামাজিক জীবন কী ধরনের, জীবন চলার পথে কীভাবে তারা খুশি থাকেন? এ রকম বিভিন্ন প্রশ্ন করা হয় তাদের।

সমীক্ষায় উঠে আসে- যারা অসংখ্য লোকের সঙ্গ পছন্দ করেন না, তারা কিছুটা হলেও বেশি বুদ্ধিমান। দলে সেখানকার নেতিবাচক দিকটাকেই গুরুত্ব দেন তারা। আসলে একা থাকার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান তারা। অবশ্য এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের জীবনের লক্ষ্য জয় করতেই বেশি সময় দেন তারা। এ কারণে হয়তো, তারা একা থাকতে পছন্দ করেন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড