• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার বার বাচ্চার মাথা ন্যাড়া করলে কি ঘন চুল গজায়?

  লাইফস্টাইল ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬
চুল
(ছবি : ইন্টারনেট)

শিশু বাচ্চার চুল নিয়ে সমাজে নানা ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন, সন্তান জন্মের সাত দিনের মধ্যে চুল ফেলে দিতেই হবে। কেউ ভাবেন, ছোটবেলায় চুল লম্বা রাখলে পরে চুল পাতলা হয়ে যায়। অনেকে আবার ভাবেন, ছোট বয়সে বারবার মাথার চুল ফেলে দিলে পরে ঘন হয় বা চুল কাটলে চুলের গোড়া মোটা হবে। কত ধরনের ভাবনা।

সন্তান জন্মের পর পাতলা চুল ঘন হবে এমন ভাবনা থেকে বাবা-মা কিছু দিন পরপরই তাদের প্রিয় শিশুর মাথা ন্যাড়া করে দেন। আসলে এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, মাথা ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার ওপরে চুলের যতটুকু অংশ আছে, কেবল মাত্র সেটুকুরই চুল ফেলে দিচ্ছেন। এ কারণে হেয়ার ফলিকলের স্বাস্থ্যোন্নতি হওয়া সম্ভব নয়। জেনে রাখা ভালো যে, চুলের স্বাস্থ্যে জিন বা বংশগতির ধারার ভূমিকা সবচেয়ে বেশি। ফলে শিশু বাচ্চাকে যতবারই ন্যাড়া করেন না কেন, ওই শিশু পরিবারের অন্য সবার মতোই চুলের ধারা পাবে।

মাথা ন্যাড়া করার পর ভালো ভাবে একটু লক্ষ্য করলে দেখবেন চুল যেমন ছিল, চুল ফেলে দেওয়ার পরে নতুন করে আবার যখন গজালো তখনও একই ধরনের চুল হলো।

তাই চুলের স্বাস্থ্য ভালো রাখতে ছোট থেকে বড় কারও মাথা ন্যাড়া হওয়ার প্রয়োজন নেই।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড