• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হতাশা দূর করার ৬ উপায়

  লাইফস্টাইল ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৯
হতাশা
(ছবি : প্রতীকী)

জীবনে চলার পথে আমরা কখনো না কখনো আত্মবিশ্বাসহীনতায় কিংবা হতাশায় ভুগি। কখনো চাকরি না পাওয়া, আবার কখনো কাজের চাপে, হতে পারে সাংসারিক জীবনে অশান্তির কারণে। হতাশায় ভুগলে আনন্দদায়ক কাজও মাটি হয়ে যায়। নতুন করে সবকিছু শুরু করার ইচ্ছাটাও মরে যায়। তাই বলে তো আর বসে থাকলে হবে না। বেরিয়ে আসতে হবে হতাশা থেকে।

চলুন জেনে নেওয়া যাক, হতাশা দূর করার বিজ্ঞানসম্মত ৬ উপায় সম্পর্কে-

দৈনন্দিন রুটিন পরিবর্তন করুন : ভোরে ঘুম থেকে ওঠা, ভরপেট নাস্তা করা, দিনভর কাজ করা, নিয়মিত এক্সারসাইজ এবং রাতে ৮ ঘণ্টা ঘুম- এগুলো যদি ঠিকঠাক মেনে চলতে পারেন তবে হতাশা কেটে যাবে অনেকটাই। বেশকিছু গবেষণায় দেখা গেছে, অনিয়মে অভ্যস্ত হয়ে পড়লে জীবনে হতাশা বেড়ে যায়। স্বাস্থ্যকর জীবনযাপন তাই খুবই জরুরি।

বেশি বেশি বন্ধুদের সঙ্গে সময় কাটান : দুঃসময়কে ঠেলে দূরে পাঠানোর জন্য প্রিয় বন্ধুর বিকল্প নেই। বন্ধুর সঙ্গে গল্প করুন, সময় কাটান, ঘুরতে যান দূরে কোথাও। ফিরে পাবেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস।

বাসায় পোষা প্রাণী থাকলে তার সঙ্গে সময় কাটান : আপনার যদি পোষা প্রাণী থাকে তবে তাদের সঙ্গে সময় কাটাতে পারেন।

আপনি নিজের প্রতি যত্ন নিন : অনেকদিন হয়ে গেছে রূপচর্চা করা হয় না? একটু সময় করে পার্লারে গিয়ে ফেসিয়াল বা স্পা করিয়ে নিতে পারেন। এটি আপনাকে ফুরফুরে রাখবে।

পরিবারের সঙ্গে সময় কাটান : পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে ঘুরতে যান। মনে রাখবেন, চরম দুঃসময়েও যারা ছেড়ে যায় না তারা পরিবারের আপনজনরা।

জোর করে হলেও হাসার চেষ্টা করুন : শুনতে হাস্যকর শোনালেও সত্য হচ্ছে আপনি যদি জোর করেও হাসতে পারেন, এটি অনেকটুকু হতাশা দূর করে দেবে। এক গবেষণায় দেখা গেছে, হাসলে আমাদের মস্তিষ্কে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যা মন ভালো রাখতে সাহায্য করে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড