• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুরবানির পশু বাড়িতে রাখতে বজায় রাখুন পরিচ্ছন্নতা

  লাইফস্টাইল ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১৬:০৩
পশু
বাড়িতে কুরবানির পশু নিয়ে আসার পর বজায় রাখতে হবে পরিচ্ছন্নতা

অনেকেই হয়ত কুরবানির পশু কিনে ফেলেছেন। অথবা অনেকেই আজ কালের ভেতরেই কিনে ফেলবেন। পশু রাখার অসুবিধার কথা ভেবে অনেকেই দুই একদিন আগে পশু কেনেন। আবার সপ্তাহখানেক আগেই পছন্দের পশুটিকে বাড়িতে নিয়ে এসেছেন এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে যে কয়দিনই হোক, শহুরে চার দেয়ালের মাঝে যখনই আপনি পশু রাখবেন তখন তার স্বাস্থ্যের দিকে নজর দেয়ার পাশাপাশি বাড়ির আঙিনাও যেন পরিষ্কার থাকে সেদিকে নজর রাখতে হবে।

বাড়িতে পশু নিয়ে আসার পর আঙিনা যেন পরিষ্কার থাকে সে বিষয়ে চলুন জেনে নিই কিছু পরামর্শ:

পরিষ্কার রাখুন পশু রাখার জায়গা

পশু কিনতে যাওয়ার আগেই ভেবে নিন কোন জায়গায় সেটিকে রাখবেন। সে জায়গাটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। যদি বাড়ির বাইরে রাখতে চান তবে আশেপাশের ঝোপঝাড় কেটে ফেলতে হবে। অনেকেই পশুকে গ্যারেজে রাখেন। তেমনটি হলে কোনো নালা পয়ঃনিষ্কাশনের পাইপ দিয়ে চুইয়ে বা উপচে ময়লা পড়ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।

জায়গা যেন শুকনো হয়

পশু রাখার জায়গা অবশ্যই শুকনো থাকতে হবে। স্যাঁতস্যাঁতে জায়গায় ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ বেশি হবার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন:

সুস্থ থাকুন, বজায় রাখুন কুরবানির পরিচ্ছন্নতা

কুরবানি ঈদের শেষ প্রস্তুতি নিয়েছেন তো?

পশুর বর্জ্য পরিষ্কার

পশু আনার আগে পরিষ্কার করেই দায়িত্ব শেষ হয়ে যাবে এমন নয়। প্রতিদিন সেটির থাকার জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পশুর বর্জ্য আর খাবারের উচ্ছিষ্ট দূর করার দিকে লক্ষ রাখতে হবে বিশেষ করে।

হাত পরিষ্কার

বাড়িতে কুরবানির পশু নিয়ে আসলে শিশুরা তার আশেপাশেই সময় কাটায় সাধারণত। তাই পশুর কাছ থেকে সরে যাবার পর অবশ্যই শিশুর হাত ভালো করে সাবান দিয়ে ধুইয়ে দিন।

পশু কুরবানির আগে

কুরবানির জায়গাটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। চারপাশে ব্লিচিং পাউডার আর অ্যান্টি ব্যাকটেরিয়াল লিকুইড ছড়িয়ে দিন। কুরবানির আগে পশুকে ভালোভাবে গোসল করিয়ে নিয়ে গা মুছিয়ে দিন।

কুরবানি শেষে

কুরবানি শেষে পর্যাপ্ত পানি দিয়ে জায়গাটি ধুয়ে নিতে হবে। ব্লিচিং পাউডার ছড়িয়ে জায়গাটি দুর্গন্ধমুক্ত করতে হবে। অবশ্যই সকল বর্জ্য ডাস্টবিনে ফেলে দিতে হবে।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড