• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শখের পোশাকটি ভালো থাকুক একটু যত্নে

  লাইফস্টাইল ডেস্ক

২০ মে ২০১৯, ১৪:৩৮
পোশাক
সঠিক নিয়মে ধুলে দীর্ঘদিন ভালো থাকবে আপনার শখের পোশাকটি (ছবি: আনস্প্ল্যাশ ডট কম)

যে পোশাকটি এখন পরে আছেন সেটিও ধুতে হবে সঠিক নিয়মে। ভাবছেন, কাপড় ধোয়ার আবার নিয়ম কী? আছে। পরিহিত কাপড় যদি সঠিকভাবে না ধোয়া হয় দেখা যায় কাপড়ের সুতা বা রঙ নষ্ট হয়ে গেছে। আবার অসাবধানতার কারণে ছিঁড়ে যেতে পারে শখের কাপড়টি। তাই এই ব্যাপারেও হতে হবে সাবধান। একটু সতর্কতা মানলেই কাপড় ভালো রাখা যাবে অনেকদিন। জেনে নিন এই বিষয়ে কিছু সহজ নিয়ম:

১। কাপড়ে সরাসরি ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। প্রথমে কাপড়, তারপর পানি এবং সবার শেষে ডিটারজেন্ট দিন। যদি ব্লিচ ব্যবহার করতে হয় তবে প্রথমে পানি, তারপর কাপড় এবং সবশেষে ব্লিচিং ডিটারজেন্ট দেবেন।

২। অন্য কাপড়ের রঙ সাদা কাপড়ে লেগে নষ্ট হয়ে যেতে পারে। আর এ জন্য সাদা কাপড় সব সময় অন্য কাপড় থেকে আলাদা ভেজাবেন।

৩। গরম পানিতে উলের কাপড় ভেজাবেন না। বেশিক্ষণ ডিটারজেন্ট পানিতেও ভিজিয়ে রাখবেন না। এতে সুতা নষ্ট হয়ে যেতে পারে।

৪। জিন্স, শার্ট, প্যান্ট ইত্যাদি কাপড় উল্টো করে ধুয়ে নিন। ভিতরে থাকা ময়লা ভালো করে পরিষ্কার হবে।

৫। সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে আধা কাপ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।

৬। ওয়াশিং মেশিনে কাপড় ধুলে নিয়মিত যত্ন নিতে হবে সেটিরও। ওয়াশিং মেশিনের ফিল্টার বছরে অন্তত একবার পরিষ্কার করতে হবে। ফিল্টারটি ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে ভালোমতো ব্রাশ দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে।

৭। অতিরিক্ত ময়লা কাপড়ের সঙ্গে অন্য কাপড় একসঙ্গে ভেজাবেন না। এতে ময়লা কাপড়ের দাগ অন্য কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৮। ডেনিম জাতীয় কাপড় যেমন জিন্সের শার্ট-প্যান্ট আলাদা ধুলে ভালো থাকবে অনেকদিন।

৯। কাপড় বেশিক্ষণ দড়িতে ঝুলিয়ে রাখবেন না। এতে কাপড়ের আকার নষ্ট হয়ে যায়।

১০। কোনো কাপড় ধুতে দেওয়ার আগে কাপড়ে থাকা ট্যাগ চেক করে নিন। ট্যাগে কাপড় ধোয়ার নিয়ম উল্লেখ করা থাকে।

১১। সাদা সুতির পোশাক ধোয়ার জন্য গরম পানিতে ডিটারজেন্ট গুলে কিছুক্ষণ কাপড় ডুবিয়ে রাখুন।

১২। রঙিন পোশাক কড়া রোদে না দেয়াই উচিৎ। কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে। বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন।

কাপড় ধোয়ার সময় সাধারণ এই নিয়মগুলো মানলে দীর্ঘদিন ভালো থাকবে আপনার শখের পোশাকটি।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড