• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানের দূরবর্তী পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন

  অধিকার ডেস্ক    ২১ মার্চ ২০১৯, ১০:২৪

বান্দরবান
বান্দরবানে ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন (ছবি: বিডিস্টল)

বান্দরবান জেলা ও উপজেলার দূরবর্তী পর্যটনস্পটগুলোতে ভ্রমণের জন্য নিরুৎসাহিত করছে বিজিবি-পুলিশ। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্বত্য জেলার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল এ তথ্য জানিয়েছেন। তবে জেলা সদরের কাছাকাছি পর্যটনস্পটগুলোতে ভ্রমণ করা যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে ইউএনও মৃদুল বলেন, যতদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন ভ্রমণে নিরুৎসাহিত করা হবে পর্যটকদের। পাহাড়ে তাদের সুবিধা-অসুবিধার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানিয়েছেন, রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনের দিন সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং অফিসারসহ সাতজন নিহত হন। বাঘাইছড়ির এই ঘটনা আর নির্বাচনের দিনের সহিংসতার কথা ভেবেই পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও জানান, থানচির রেমাক্রির মুখের পর থেকে পর্যটকদের দল অনেক ভেতরের দিকে ভ্রমণ করতে যায়, সেখানে চাইলেও সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড