• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পান পাতায় কমবে চুলপড়া, রয়েছে আরও কিছু

  অধিকার ডেস্ক    ১৭ মার্চ ২০১৯, ১৩:০৬

পান পাতা
পান পাতার রয়েছে বিবিধ ব্যবহার (ছবি: মমপ্রেসো বাংলা)

বয়স্ক মানুষের মাঝে পান খাওয়ার প্রবণতা তরুণদের তুলনায় কিছুটা হলেও বেশি। অনেকে ভালোবাসেন চুন-জর্দা দিয়ে খেতে। আবার অনেকে এমনিতেই পান পাতা চিবিয়ে রস খান। তবে এই পান পাতা অনেকেই খাবার পরে হজমের সহায়ক হিসেবে খেতে ভালোবাসেন। খাবার হজমে সহায়ক ছাড়াও কিন্তু পান পাতার অন্য ব্যবহারও রয়েছে।

চলুন জেনে নিই পান পাতার ভিন্ন কিছু ব্যবহার সম্পর্কে:

চুল পড়া কমাতে:

পান পাতা বেটে নিয়ে নারিকেল তেলের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ঘন্টাখানেক পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে চুল পড়ার পরিমাণ কমে যাবে।

দুর্গন্ধ দূর করতে সহায়ক:

শরীরে দুর্গন্ধ দূর করতে গোসলের পানিতে মিশিয়ে নিন পান পাতার রস।

অ্যালার্জি দূর করতে সহায়ক:

৮-১০টি পান পাতা এক বাটিতে ফুটিয়ে নিয়ে গোসলের পানিতে মিশিয়ে নিন। অ্যালার্জি দূর করতে এটি বেশ সহায়ক।

সর্দি কমাতে:

বুকে যদি সর্দি জমে যায় তাহলে পান পাতার সাথে সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়ে গরম করে বুকে লাগালে আরাম পাওয়া যাবে। এছাড়াও ঠান্ডার সমস্যায় পান পাতা, এলাচ, লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে সেই পানি পান করলেও আরামবোধ হবে। খেয়াল রাখতে হবে পানি যেন ফুটানোর পর ঘন হয়।

অ্যান্টি ফাংগাল:

শরীরের কিছু জায়গায় (যেমন: পায়ের আঙুল) ফাংগাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সে জায়গাগুলোতে পানপাতার রস নিয়মিত লাগালে ইনফেকশন সেরে যাবে।

তথ্যসূত্র: জি নিউজ, ডেইলিহান্ট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড