• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশে আসছে বিলাসবহুল ‘সিলভার ডিসকোভারার’

  অধিকার ডেস্ক    ২৭ জানুয়ারি ২০১৯, ১০:১৯

‘সিলভার ডিসকোভারার’
বিলাসবহুল ভ্রমণতরী ‘সিলভার ডিসকোভারার’

ভারতের চেন্নায় থেকে ৬১ জন পর্যটক নিয়ে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক পর্যটকবাহী বিলাসবহুল ভ্রমণতরী ‘সিলভার ডিসকোভারার’। বাংলাদেশের সুন্দরবনে রবিবার (২৭ জানুয়ারি) পৌঁছাবে জাহাজটি। এরপর মিয়ানমারের ইয়াঙ্গুনে গিয়ে শেষে হবে এই ভ্রমণতরীর যাত্রা।

বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ট্যুর অপারেটর ছাড়াও জাহাজটি পরিচালনার দায়িত্বে আছে ডেনমার্কের পুগমার্ক। যৌথ এই আয়োজনে অংশীদার বাংলাদেশের ট্যুর অপারেটর জার্নি প্লাস।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তৌফিক রহমান জানিয়েছেন, 'রবিবার ক্রুজশিপটি ৬১ জন বিদেশি পর্যটক নিয়ে মোংলা বন্দরে নোঙর করবে। এরপর তিন দিন পর্যটকরা সুন্দরবনে বেড়াবেন। ৩১ ডিসেম্বর পর্যটকদের নিয়ে যাওয়া হবে মহেশখালীতে।'

তিনি আরও জানান, 'প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের সামনে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন উপস্থাপন করা হবে।

তৌফিক রহমান বলেন, ‘প্রথমে সুন্দরবনের বেশ কয়েকটি স্পট ঘুরে দেখবেন পর্যটকরা। এর মধ্যে রয়েছে হিরণ পয়েন্ট, ধাংমারী ডলফিন অভয়ারণ্য, চরপুটিয়া, টিকোনা দ্বীপ ও আলোরকল ফিশারম্যান কলোনি। মহেশখালীতে থাকবে জেলেদের গ্রাম, রাখাইন সম্প্রদায়ের নাচ, গানের আয়োজন।’

জানা গেছে, ‘সিলভার ডিসকোভারার’ ভ্রমণে প্রত্যেক পর্যটকের খরচ হবে ২ লাখ ৯৩ হাজার টাকা। সুইমিং পুল, বারসহ আধুনিক হোটেলের সব সুবিধা রয়েছে এই জাহাজে। এটি ৩১ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা দেবে। ফের ইয়াঙ্গুন থেকে বাংলাদেশ হয়ে চেন্নাই ফিরে যাবে ‘সিলভার ডিসকোভারার’।

২০১৭ সালে জাহাজটি ১৭টি দেশের পর্যটক নিয়ে দু’বার বাংলাদেশে এসেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড