• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চটজলদি পাবেন উজ্জ্বল ত্বক!

  অধিকার ডেস্ক    ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৩১

ত্বক
ছবি : সংগৃহীত

শীতকালে প্রকৃতি থাকে রুক্ষ, আর তাই এসময় ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ ও নিস্তেজ। চটজলদি ত্বকের হারিয়ে ফেলা জেল্লা ফিরে পেতে চান? ব্যবহার করুন এসব উপাদান-

বাঁধাকপি-

এই সবজিতে রয়েছে ভিটামিন এ, সি ও ডি। এসব ভিটামিন ত্বক উজ্জ্বল ও সুন্দর করতে সাহায্য করে। তাই ঝটপট উজ্জ্বল ত্বক পেতে চাইলে বাঁধাকপি সেদ্ধ করে পানি আলাদা করুন। এ পানি ঠান্ডা হলে মুখ ধুয়ে নিন।

দই-

ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দই ত্বকে তারুণ্যের আভা আনতে সাহায্য করে। ৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে, ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।

নারকেল দুধ-

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নারকেল দুধ কিন্তু দারুণ একটি উপকরণ। আধা কাপ নারকেল দুধ নিন। অর্ধেক অংশ দিয়ে মুখ ধুয়ে নিন। বাকি অর্ধেক অংশের সঙ্গে মেশান চন্দন গুঁড়া। এরপর এই মিশ্রণ ত্বকে ম্যাসেজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

অ্যাপেল সিডার ভিনেগার-

ত্বকের ভেতর থেকে দূষিত পদার্থ বের করে ত্বককে উজ্জ্বল ও সুন্দর করতে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনেগার। ১ চা চামচ গোলাপজলের সঙ্গে ১ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে ত্বকে ম্যাসেজ করুন। ১০ মিনিট রেখে পানি ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

তথ্য : টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড