• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীতের আবহ বিলিয়ে দিতে বৃষ্টি আর মৃদু বাতাস

  আবু নোমান রুমি

১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭
শীতকাল
ছবি : প্রতীকী

পৌষের তৃতীয় দিবসে গোমড়া মুখো আকাশ মৃদু শৈত্যপ্রবাহ জানান দেয় শীতের আগমনী বার্তা। পত্রঝরা বৃক্ষের পাতা ঝরা আর কাশফুলের শরতের বিদায়ের অভ্যন্তরে পৌষের দিন তিনেক পরই রাজধানীবাসীকে শীতের আগমনী বার্তা দিতে টিপটিপ আসমানী ফল্গুধারা। শীতকালীন অবকাশ কাটানোর প্রস্তুতি নেয়ার জন্য মনে হয় প্রকৃতি নিজেকে উজাড় করে দিতে নিজেই প্রস্তুত হচ্ছে।

এমনিতেই বাজারে শীতকালীন সবজির আনাগোনা, আর তাতেই হয়ত লোভনীয় সবজি খিচুরী আর বিভিন্ন রকমের বাহারি ভর্তায় দুপুরের মধ্যাহ্নভোজ সেরে ফেলেছেন অনেকেই।

আবার কেউ হয়ত বিকালের নাস্তায় শীতকালীন রকমারি পিঠার প্রস্তুতি নিচ্ছেন। চিতই পিঠার সাথেও থাকতে পারে হরেক রকম ভর্তার বাহার। ভোজন প্রিয় বাঙালীর জন্য শীত নিয়ে আসে ভিন্ন রুচি।

শহরে অবস্থানরত ব্যাচেলরদের জন্য আজ বড়ই দুঃখের দিন। বিভিন্ন রকমের খাবারের সৌরভে বিমোহিত হয়ে নকশী কাঁথায় মুড়ি দিয়ে আত্মসংযমে ব্যস্ত হতে হতে হয়ত স্বপ্নের অতল গহ্বরে হারিয়ে যেতে থাকে। সবমিলিয়ে শীতকে বরণ করে নিতে আজকের আষাঢ়ে আকাশ আর মৃদু শীতকালীন বাতাসে রং চায়ের কাপে চুমুক আর মান্না দের গানের বিকালটাও কম মন্দ নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড