• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্বকের রুক্ষ ভাব দূর হবে সহজ এ ফেসপ্যাকে

  অধিকার ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৪

ফেসপ্যাক
কলা-দুধের ফেসপ্যাকে ত্বক থাকুক সুস্থ (ছবি: ইন্টারনেট)

শীতকালে ত্বকের মৃত কোষ উঠে গিয়ে ত্বক হয়ে ওঠে শুষ্ক আর রুক্ষ। ত্বক হয় মলিন। দেখতে ফ্যাকাশেও লাগে। বছরের অন্য সময়ের চেয়ে এ সময় প্রসাধনীর ব্যবহার হয় বেশি। কিন্তু বাজার থেকে কিনে আনা প্রসাধনীর চাইতে ঘরে বানানো ফেসপ্যাক দিয়ে ত্বক পরিষ্কার করলে সেটি ত্বকের সুরক্ষা দেবে বেশি। ত্বকের জন্য উপকারী আবার বানাতেও বেশ সহজ এ ফেসপ্যাকটি বানাতে পারবেন রান্নাঘরে থাকা উপাদান দিয়েই।

এ ফেসপ্যাকটি বানাতে লাগবে শুধু মাত্র কলা আর দুধ এই দুইটি উপাদান। চলুন জেনে নিই কীভাবে বানাবেন এই ফেসপ্যাকটি- একটি বাটিতে পুরো একটি কলা চটকে নিন। তাতে এক টেবিল চামচ দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘন পেস্টের মতো মিশ্রণ তৈরি করে নিন।

মুখে, গলায়, ঘাড়ে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিন। ১৫-২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে প্যাকটি ধুয়ে ফেলুন।

সপ্তাহে দুইবার ব্যবহার করলে প্যাকটি থেকে ভালো উপকার পাওয়া সম্ভব। মৃত কোষ উঠে গিয়ে ত্বকের ফ্যাকাশে ভাব দূর হয়ে ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করবে এই প্যাক।

ত্বক মুছে নিয়ে চাইলে ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড