• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘদিন মচমচে থাকুক বিস্কুট

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১২:৩৪

বিস্কুট
মচমচে থাকুক বিস্কুট (ছবি: ইন্টারনেট)

শখ করেই ঘরে বানিয়ে ফেললেন বিস্কুট। দীর্ঘদিন খাবেন বলে জমিয়েও রাখলেন সেগুলো। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিস্কুটগুলো হারিয়ে ফেলছে নিজস্ব স্বাদ।

ঘরোয়া কিছু নিয়মে দীর্ঘদিন মচমচে রাখতে পারেন বিস্কুট-

১। বিস্কুটগুলো জিপলক ব্যাগে রাখুন। একটির সাথে একটি না রাখাই ভালো। যদি প্রয়োজন মনে করেন তাহলে আলাদা ব্যাগ ব্যবহার করতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিন সেগুলো। ৫ মাস পর্যন্ত মচমচে থাকবে বিস্কুট।

২। মুখবন্ধ প্লাস্টিকের বাটি ভর্তি করে বিস্কুট রাখুন। উপরে এক টুকরা পাউরুটি রাখুন। বিস্কুট মচমচে রাখতে এটি সাহায্য করবে। এভাবে রাখলে রুম টেম্পারেচারে ২ সপ্তাহ পর্যন্ত বিস্কুট মচমচে থাকবে। এ সময়ের মাঝে পাউরুটি বদলে দেবেন একবার।

কিছু কথা:

১। বিস্কুট রোদে রাখবেন না।

২। অনেকগুলো বিস্কুট একসঙ্গে রাখতে চাইলে সেগুলোর মাঝে পাতলা ওয়াক্স পেপার রাখতে পারেন। এতে একটি বিস্কুটের গায়ে আরেকটি লেগে যাবে না।

তথ্য: উইকিহাউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড