• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিপস্টিক লাগানো ঠোঁটের যত্নে করণীয়

  অধিকার ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, ১৩:৪২
লিপস্টিক
লিপস্টিক দেওয়া ঠোঁটের যত্ন (ছবি: ইন্টারনেট)

ওষ্ঠরঞ্জনীর ইংরেজী নাম লিপস্টিক। আমরা এই দ্রব্যটির বাংলা নামে কম ইংরেজি নামেই বেশি ডাকি। কি নামে ডাকা হয় এটা মূল বিষয় নয়, দ্রব্যটি কতটুকু কাজে দেয় এটাই মুখ্য বিষয়। বর্তমানে রমনীদের পছন্দের প্রসাধনী সামগ্রীর তালিকায় অবস্থান করে আছে লিপস্টিক। বাইরে বের হবার সময় লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে নিলেই যেন যথেষ্ঠ। কিন্তু অধিক পরিমাণে লিপস্টিকের ব্যবহার আপনার কোমল ত্বকের জন্য ক্ষতিকর। কারণ এতে রাসায়নিক পদার্থ থাকে। আর তাইতো লিপস্টিক লাগানো ঠোঁটে চাই বাড়তি যত্ন।

লিপস্টিক লাগানো ঠোঁটের যত্নে করণীয়-

১। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটের মরা চামড়া উঠিয়ে নিতে হবে।

২। লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে ও সুন্দর মোত বসাতে প্রাইমার ব্যবহার করুন।

৩। লিপস্টিক উঠিয়ে ঠোঁটে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ঠোঁটের ত্বক অনেক নমনীয় হয়।

৪। প্রতিদিন লিপস্টিক না দিয়ে একটু বিরতি দেওয়া উচিত। ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটের লিপস্টিকও উঠিয়ে নিতে হবে।

৫। অবশ্যই লিপস্টিক তুলতে ভেসলিন ব্যবহার করবেন।

৬। লিপস্টিক উঠিয়ে গোলাপজল মেশানো কুসুম গরম পানি দিয়ে ঠোঁট মুছে নিন এতে ঠোঁটের সতেজতা ফিরে আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড