• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাড়ির সৌন্দর্য বর্ধনে করণীয়

  অধিকার ডেস্ক

১৪ নভেম্বর ২০১৮, ১৫:৪৯
শাড়ি
যত্নে থাকুক পছন্দের শাড়ি (ছবি: ইন্টারনেট)

শাড়িতে নারী সৌন্দর্য বাক্যটি বেশ প্রচলিত। শাড়ি যেন বাঙালি নারীর অঙ্গে বাড়তি সৌন্দর্য ঢেলে দেয়। শাড়ি বাঙালির ঐতিহ্যবাহী পোশাক। হাল ফ্যাশনেও নিত্য নতুন নানান ধরনের পোশাক এলেও বরাবর শাড়ির কদর রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানাদিতে শাড়িকে নারীদের মূল পোশাক হিসেবে বিবেচনা করা হয়। শাড়ি যেমন আপনার রূপকে বাড়িয়ে দেয় ঠিক তেমনি শাড়ির রূপ ধরে রাখা আপনার দায়িত্ব।

জেনে নিন কীভাবে পছন্দের শাড়ির সৌন্দর্য ধরে রাখবেন:

১। সুতি শাড়ি সাধারণ লন্ড্রিতে বা বাসায়ই পরিষ্কার করা যেতে পারে। কিন্তু শাড়িতে জরির কাজ থাকলে ড্রাই ওয়াশ করবেন তবে মাড় না দিলেই শাড়ি দীর্ঘদিন ভালো থাকবে।

২। শিফনের শাড়ি অনেক বেশি স্পর্শকাতর। হ্যাঙারে ঝুলিয়ে রাখবেন না এবং রোলার আয়রন ব্যবহার করবেন না। এর ফলে শড়ির স্বাভাবিক ভাঁজ নষ্ট হয়ে যায়। তবে শিফনের সেফটিপিন ব্যবহার না করাই ভালো।

৩। টিস্যু শাড়ি কখনো বাসায় পরিষ্কার করবেন না। বেনারসি শাড়ির কারিগরদের হাতেই ওয়াশ করান। মনে রাখবেন ড্রাই ক্লিনিং করলে শাড়ি নষ্ট হয়ে যাবে।

৪। নকশা করা শাড়ি ভালো রাখতে সবসময় শাড়ির উল্টো দিকটা বাইরের দিকে রেখে ভাঁজ করুন।

৫। দামি শাড়ি মসলিন কাপড়ে জড়িয়ে রাখুন এতে দুর্গন্ধ হবে না। ময়লা, ধুলোবালি লাগারও কোনো সুযোগ থাকে না। মেটাল হ্যাঙারে শাড়ি ঝুলিয়ে রাখবেন না। এতে শাড়িতে দাগ লেগে যেতে পারে।

৬। হালকা থেকে মাঝারি তাপমাত্রায় শাড়ি ইস্ত্রি করুন। বেশি তাপ লাগলে ছাপ পড়ে যাবে।

৭। শাড়িতে সরাসরি সুগন্ধি লাগাবেন না। এতে স্থায়ী দাগ পড়ে যেতে পারে।

৮। শাড়ির আশপাশে ন্যাপথালিন বল না রেখে নিম পাতা ব্যবহার করুন তাহলে পোকামাকড় থেকে বাঁচবে আপনার শাড়ি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড