• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৈদ্যুতিক শক থেকে বাঁচতে করণীয়

  অধিকার ডেস্ক

১২ নভেম্বর ২০১৮, ০৮:২৪
বৈদ্যুতিক শক
বিদ্যুৎস্পৃষ্ট হলে যা করবেন (ছবি: সংগৃহীত)

আমাদের দৈনন্দীন জীবনে বিদ্যুৎ এমনভাবে জড়িয়ে রয়েছে একে বাদ দিয়ে জীবন ধারণ চিন্তা করা যায় না। বিদ্যুৎপ্রবাহ বা কারেন্ট দুই ধরনের। এসি (AC) কারেন্ট ও ডিসি (DC) কারেন্ট। এসি কারেন্ট আকর্ষণ করে টেনে নেয়। ডিসি কারেন্ট শুধু ধাক্কা মারে। সে জন্য এসি কারেন্ট বেশি মারাত্মক। ভেজা কাপড় বা গাছের সাথে বিদ্যুৎপ্রবাহের সংযোগের ফলে দুর্ঘটনা ঘটে থাকে।

আসুন জেনে নিন বৈদ্যুতিক শক লাগলে কি করবেন-

করণীয়:

১. কারও শরীরে বিদ্যুতের তার জড়িয়ে গেলে বা কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে।

২. কোনো কারণে সুইচ বন্ধ করতে না পারলে শুকনো কাঠ দিয়ে তাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিতে হবে।

৫. কখনো গায়ে পানি দেবেন না।

৩. কাঠ না পেলে শুকনো কাপড় হাতে জড়িয়ে ধাক্কা দিতে হবে।

৬. শ্বাসক্রিয়া না চললে কৃত্রিমভাবে শ্বাসকার্য চালাতে হবে। ৪. কখনো খালি হাতে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদ ঘটতে পারে।

৭. যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

৮. বিদ্যুতের উৎস থেকে সরাতে পারলে সঙ্গে সঙ্গে গরম দুধ ও গরম পানি খাওয়ান আক্রান্ত ব্যক্তিকে। এতে শরীরের রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হবে।

বৈদ্যুতিক শক এড়াতে সাবধানতা

১. পানি হাতে বাড়ির বৈদ্যুতিক সুইচে হাত দেবেন না।

২. বিদ্যুতের কাজ করার সময় মেন সুইচ বন্ধ করে নিন আগেই।

৩. পায়ে রাবারের জুতো দিয়ে বিদ্যুতের কাজ করুন।

৪. বাড়ির সব বৈদ্যুতিক তার ও আর্থিং ঠিক আছে কি না তা দেখে নিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড